চিরপ্রতিদ্বন্দী ভারতের মাটিতে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের ক্রিকেটে আমূল পরিবর্তন এসেছে। নতুন করে প্রায় প্রতিটি বয়সভিত্তিক দল গোছাচ্ছে ১৯৯২ সালের বিশ্বকাপের শিরোপাজয়ীরা। ক্রিকেটের তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব হারিয়েছেন বাবর আজম। টিম ম্যানেজমেন্টেও ব্যাপক রদবদল এসেছে। নির্বাচক প্যানেল থেকে কোচিং প্যানেলে পরিবর্তনের জোয়ার লেগেছে। সেই জোয়ারে এবার এল আরও একটি নতুন সংযোজন। কোচিং প্যানেলে যোগ হলো নতুন একটি মুখ।
পাকিস্তান দলের হাই পারফরম্যান্স স্কোয়াডের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইয়াসিন আরাফাত। সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার টি-টোয়েন্টি দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাবেন। আপাতত এই এক সিরিজের জন্যই তাকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
পাকিস্তানের চলমান অস্ট্রেলিয়া সফরে হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমন হেলমট। তবে ব্যক্তিগত ব্যস্ততার কথা জানিয়ে পাকিস্তান দলের চাকরি থেকে সরে দাড়িয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরই হতে যাচ্ছে তার শেষ অ্যাসাইনমেন্ট। অভিজ্ঞ এই কোচের ছেড়ে দেওয়া পদে আপাতত এক সিরিজের জন্য ইয়াসিনকে নিয়োগ নেওয়া হচ্ছে।
ইয়াসিনের খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও ইসিবির লেভেল-৪ কোর্স সম্পন্ন করেছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি দল সারে ও সাসেক্সে কোচিংও করেছেন কিছুদিন। এ ছাড়া নিউজিল্যান্ড ও হংকং জাতীয় দলেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিদিন খেলা হয়নি ইয়াসিনের। মাত্র ৩টি টেস্ট, ১১ ওয়ানডে ও ১৩টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন। তবে ২০০৯ সালে পাকিস্তান দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি।
মন্তব্য করুন