সদ্যই নতুন বছরে পা দিয়েছে বিশ্ব। আর এই নতুন বছরেই বেশ কিছু নিয়মে পরিবর্তন আনছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যার মধ্যে রয়েছে স্টাম্পিংও। এখন থেকে স্টাম্পিংয়ে আর বাড়তি সুবিধা পাবে না ফিল্ডিং দল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। সেখানে বলা হয় এখন থেকে আম্পায়াররা আর স্টাম্পিংয়ের সময় কট বিহাইন্ড চেক করবে না। এর পাশাপাশি কনকাশসন সাব ও মাঠের ইনজুরড প্লেয়ারের ক্ষেত্রেও নিয়মে সংশোধনে এনেছে আইসিসি।
এতদিন ধরে ক্রিকেটে ফিল্ডিং দল স্টাম্পিংয়ের আবেদন করলে আম্পায়ার স্টাম্পিংয়ের পাশাপাশি কট বিহাইন্ডও চেক করতেন। তবে আজকের পর থেকে স্টাম্পিং চেকের সময় আর কট বিহাইন্ড চেক করা হবে না। কট বিহাইন্ড চেক করার জন্য ফিল্ডিং দলকে আম্পায়ারের কাছে আলাদাভাবে আবেদন করতে হবে।
আইসিসির বিবৃতি তুলে ধরে ক্রিকইনফো জানিয়েছে, ‘স্টাম্পিং রিভিউয়ে স্টাম্পড হয়েছে কি না, তা চেক করা হবে। তাই ফিল্ডিং টিমকে কট বিহাইন্ডের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।’
এ ছাড়াও আরও দুটি ক্ষেত্রে নিয়ম সংশোধন করেছে আইসিসি। এখন থেকে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে এই নিয়ম অনুযায়ী, এখন থেকে কনকাশন বদলি খেলোয়াড় বল করতে তখনই পারবেন যদি উঠে যাওয়া প্লেয়ারের বোলিংয়ের ক্ষেত্রে কোনো বাধা না থাকে। তাছাড়া ম্যাচে ইনজুরিতে পড়া প্লেয়ারও মাঠে ৪ মিনিটের বেশি চিকিৎসা নিতে পারবেন না।
মন্তব্য করুন