প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন তামিম ইকবাল। বেশিক্ষণ থিতু হতেও পারলেন না উইকেটে। ফজল হক ফারুকীর বলে ২০ বলে ১৩ করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক।
২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিম ইকবালের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন ফজল হক ফারুকি। এবারও বাংলাদেশের অধিনায়ককে ফিরিয়েই সিরিজে দারুণ সূচনা করলেন আফগান বাঁহাতি পেসার। এ নিয়ে চারবারের দেখায় প্রতিবারই তামিমকে আউট করলেন ফারুকি।
গত বছরের ওই সিরিজের ফারুকির ফুল লেংথ বল ভুগিয়েছে তামিমকে। এবার ব্যতিক্রম। অফ স্টাম্পের বাইরে লেংথ বলটি মুভ করেনি খুব একটা। তামিম জায়গায় দাঁড়িয়ে গ্লাইড করার চেষ্টা করেন থার্ডম্যানে। ব্যাটের কানায় লেগে বল যায় কিপারের কাছে।
এদিকে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে খুব বেশি রান করতে দেয়নি আফগান পেসাররা। ১০ ওভার শেষে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৮।
মন্তব্য করুন