ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু ৮ বছর বয়সে বাবার কারখানায় এক দুর্ঘটনায় হাত দুটি হারান জম্মু-কাশ্মীরের ওয়াঘানা গ্রামের বাসিন্দা আমির হুসেন লোন। তবুও দমে যাননি আমির। নিজের স্বপ্নপূরণ করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্য প্যারা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে। পা দিয়ে বোলিং এবং গলা ও ঘাড়ের মাঝে ব্যাট ধরেন আমির।
আমিরের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় কিংবদন্তির আশা প্রকাশ করেছেন, আমিরের সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি উপহার দিতে চান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় বার্তা সংস্থা ‘এএনআই’-এর আমিরের পা দিয়ে বোলিং এবং গলা ও ঘাড় দিয়ে ব্যাটিং করার পোস্ট শেয়ার করেছেন শচীন টেন্ডুলকার। সেখানে ভারতীয় কিংবদন্তি লিখেছেন, ‘অসম্ভবকে সম্ভব করেছে আমির। ভিডিওটি দেখে আমি আবেগতাড়িত হয়ে পড়েছি। এটা খেলার প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগেরই বহিঃপ্রকাশ। আশা করি, একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে।’
শচীন আরও লিখেছেন, ‘খেলাটিকে ভালোবাসা লাখ লাখ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটা দারুণ’।
#WATCH | Anantnag, J&K: 34-year-old differently-abled cricketer from Waghama village of Bijbehara. Amir Hussain Lone currently captains Jammu & Kashmir's Para cricket team. Amir has been playing cricket professionally since 2013 after a teacher discovered his cricketing talent pic.twitter.com/hFfbOe1S5k
— ANI (@ANI) January 12, 2024ভারতীয় তারকার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, টেন্ডুলকারের ভারতীয় দলের নামসহ ‘১০ নম্বর’ জার্সি পরা একজন কংক্রিটের নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছেন। লোকটির দুই হাত নেই! এমনকি বোলিং করার সময় ডান পা দিয়ে বল ছুড়ে দিচ্ছেন ওই ব্যক্তি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘দুর্ঘটনার পরেও আমি আশা ছাড়িনি। কঠিন পরিশ্রম করে নিজের যোগ্যতায় সবকিছু অর্জন করেছি। দুর্ঘটনার পর পরিবার ছাড়া সরকারও আমার পাশে ছিল না।’
২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন আমির। বর্তমান জম্মু-কাশ্মীরের অধিনায়ক ২০১৩ সালে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতায় খেলেন। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেন আমির। এ ছাড়া নেপাল, শারজা, দুবাইয়ে খেলার নজির রয়েছে আমিরের।
মন্তব্য করুন