স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ধুঁকছে ভারত, ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

উইকেট পেয়ে অস্ট্রেলিয়ানদের উল্লাস। ছবি: আইসিসি।
উইকেট পেয়ে অস্ট্রেলিয়ানদের উল্লাস। ছবি: আইসিসি।

ইংল্যান্ডের ওভালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে ম্যাচের লাগাম চলে গেছে অস্ট্রেলিয়ার হাতে। দ্বিতীয় দিন শেষে ১৫১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। দ্বিতীয় দিনশেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দলটি পিছিয়ে ৩১৮ রানে।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় শুরুতে ইঙ্গিত ছিল ভারতের ম্যাচে ফিরে আসার। দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন আগের দিনে দারুণ খেলতে থাকা ট্রাভিস হেড (১৬৩)। ৯৫ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথ তুলে নেন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।

হেড-স্মিথের ২৮৫ রানের বড় জুটি ভাঙার পর এক সেশনেই অজিদের ৪ উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। ৩২৭ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪৬৯ রানে। স্মিথ এবং হেডের শতরানের পর উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ব্যাটিংয়ে সাড়ে চারশ রানের কোটা পেরোয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে ১০৮ রানে ৪ উইকেট নেন পেসার মোহাম্মদ সিরাজ।

যে উইকেটে রানের ফুলঝুলি ফুটিয়েছে অজিরা। সেখানে নাভিশ্বাস উঠেছে ভারতীয় ব্যাটারদের। ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতায় রোহিত শর্মা শিবির পড়েছে ফলোঅনের আশঙ্কায়। ফলোঅন এড়াতে তাদের এখনো দরকার ১১৭ রান হাতে আছে ৫ উইকেট। প্রথম ইনিংসে শুরুটা ভালো হলোও ৩০ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের উইকেট হারায় ভারত। অধিনায়ক রোহিত শর্মাকে এলবিডব্লিউর

ফাঁদে ফেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ৪ বল পর স্কট বোলান্ডের বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন শুভমান গিল। দুই ওপেনারকে হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে ভালো করা পূজারা টিকতে পারেননি বেশিক্ষণ। ১৪ রান করে তিনি শিকার হন ক্যামেরুন গ্রিনের।

ভারতের সেরা ব্যাটার কোহলিও টিকতে পারেননি বেশি সময়। মিচেল স্টার্কের বাড়তি বাউন্সে স্লিপে স্টিভেস স্মিথের দারুণ ক্যাচে তিনিও ফেরেন ১৪ রান করে। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপদে ভারত।

প্রতিরোধ গড়ে তোলেন অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। ধীরগতির দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে এক প্রান্ত আগলে রাখেন রাহানে। আরেক প্রান্তে আক্রমণাত্মক খেলে দ্রুত রান তুলতে থাকেন জাদেজা। দুজনের ৭১ রানের জুটিতে ম্যাচ ফেরা স্বপ্ন দেখাচ্ছিল ভারত। কিন্তু বাদসাধেন অজি স্পিনার নাথান লায়ন। দারুণ এক ডেলিভারিতে সাজঘরে ফেরান ৪৮ রান করা জাদেজাকে।

দিনের বাকি সময় উইকেটকিপার শ্রীখর ভারতকে নিয়ে কাটিয়ে দেন রাহানে। তৃতীয় দিনে তাদের সামনে অপেক্ষা করছে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কঠিন এক চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস: (আগের দিন ৩২৭/৩) ১২১.৩ ওভারে ৪৬৯ (স্মিথ ১২১, হেড ১৬৩, গ্রিন ৬, কেয়ারি ৪৮, স্টার্ক ৫, কামিন্স ৯, লায়ন ৯, বোল্যান্ড ১*; শামি ২৯-৪-১২২-২, সিরাজ ২৮.৩-৪-১০৮-৪, উমেশ ২৩-৫-৭৭-০, শার্দুল ২৩-৪-৮৩-২, জাদেজা ১৮-২-৫৬-১) ভারতের দ্বিতীয় ইনিংস: ৩৮ ওভারে ১৫১/৫ (রোহিত ১৫, গিল ১৩, পুজারা ১৪, কোহলি ১৪, রাহানে ২৯*, জাদেজা ৪৮, ভারত ৫*; স্টার্ক ৯-০-৫২-১, কামিন্স ৯-২-৩৬-১, বোল্যান্ড ১১-৪-২৯-১, লায়ন ২-০-৪-১)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে বোনোর দৃঢ়তায় ফাইনালে মরক্কো

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা মধ্যে আকাশপথ বন্ধ করলো ইরান

সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন দেবলীনা

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

তেহরানে সাময়িকভাবে বন্ধ হলো ব্রিটিশ দূতাবাস

১০

চট্টগ্রামে প্রায় এক লাখ পোস্টাল ভোট, প্রভাব রাখবে গণভোটেও

১১

বিবাহবার্ষিকীতে ডিভোর্স লেটার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি

১২

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি রতন

১৪

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১৫

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৬

৭ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে শৈত্যপ্রবাহ

১৭

আমান আযমীকে কী বললেন তারেক রহমান 

১৮

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

১৯

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২০
X