বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছে সফরকারীরা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং এবং গুরবাজের পাওয়ার হিটিংয়ে ১৫ ওভারেই আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১০০ পেরিয়েছে।
নতুন বল হাতে এক প্রান্তে বাংলাদেশের বোলিং শুরু করেছেন মুস্তাফিজুর রহমান ও অপর প্রান্তে হাসান মাহমুদ। প্রথম কয়েক ওভার ভালো বোলিং করলেও শুরুর নিয়ন্ত্রন অনেকাংশেই হারিয়ে ফেলে বাংলাদেশের পেসাররা।
বাংলাদেশের পেসাররা শুরুতে ঠিক জায়গায় বল রাখতে পারলেও পরে আলগা বল দিতে শুরু করেন। প্রথম ৪ ওভারে মুস্তাফিজ ও হাসানের বোলিংয়ের পর পঞ্চম ওভারে ইবাদত আক্রমণে এসে দুই বাউন্ডারিসহ রান দেন ওভারে ১২।
যদিও বাংলাদেশ একটি সুযোগ পেয়েছিল। ৯ম ওভারে সাকিবের প্রথম বলেই লং অনে তুলে মেরেছিলেন ইব্রাহিম জাদরান। তাওহিদ হৃদয় দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচটি নেওয়ার চেষ্টা করলেও হাতে নিতে পারেননি।
বড় সংগ্রহের ভিত্তি গড়ে তুলেছে আফগান দুই ওপেনার। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ১০৭ রান তুলেছে আফগানিস্তান। গুরবাজ ৬১ বলে ৬৩ ও জাদরান ৩২ বলে ২৪ রানে অপরাজিত আছেন । ১৩তম ওভারে সাকিবকে দ্বিতীয় বলে সুইপ করে চার এবং পরের বলে টেনে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ফিফটি তুলে নিয়েছেন গুরবাজ।
মন্তব্য করুন