বিপিএলের ৩২তম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিযোগিতায় প্লে-অফ খেলতে হলে জয়ের বিকল্প নেই এনামুল হক বিজয়দের। অন্যদিকে খুলনাকে হারাতে পারলে টেবিল টপার রংপুরের সমান পয়েন্ট দাঁড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক ও উইকেটকিপার), এভিন লুইস, অ্যালেক্স হেলস, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, ওয়াইন পারনেল মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, নাহিদ রানা ও লুক উড।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), উইল জ্যাকস, জনসন চার্লস, তাওহীদ হৃদয়, মঈন আলী, জাকের আলি, তানভির ইসলাম, ম্যাথু ফোর্ডে, রিশাদ হোসেন, আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন