স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাহানে-দুবের মতো মোস্তাফিজকে বদলাতে পারবেন ধোনি!

উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। ছবি : সংগৃহীত

টেস্ট ব্যাটারের তকমা লেগে ছিল অজিঙ্কা রাহানের গায়ে। খুব বেশি সুযোগ মিল ছিল না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে। গত আইপিএলে ১৪ ম্যাচ খেলা ডানহাতি এই ব্যাটার আগের দুই মৌসুমে খেলেছেন মাত্র ৯ ম্যাচ। কিন্তু গত মৌসুমে যোগ দেন চেন্নাইয়ে। বদলে যায় তার ব্যাটিংয়ের ধার। আইপিএলের গত আসরে ১৭২.৪৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। রাহানের বদলে যাওয়া এই গল্পের নায়ক মাহেন্দ্র সিং ধোনি।

শিভাম দুবের গল্পটাও অনেকটা একই রকম। ২০১৯ সালে আইপিএল অভিষেক হলেও প্রতিভা আর পারফর‌ম্যান্সের সমন্বয় করতে পারছিলেন না এই অলরাউন্ডার। কিন্তু ২০২২ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর বদলে যায় তার পারফরম্যান্স। গত আসরে মিডল ওভারে তার স্ট্রাইক রেট ছিল ১৫৮.৩৩।

পেসার শার্দুল ঠাকুর-দীপক চাহাররাও বদলে গেছেন চেন্নাইয়ের জার্সিতে। বদলে যাওয়া গল্পের এই তালিকায় যুক্ত হতে পারে মোস্তাফিজুর রহমানের নামও। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে ৪ উইকেট শিকার করে বদলে যাওয়ার আভাস দিয়েছেন কাটার মাস্টার।

আর তার এই বদলে যাওয়া বাংলাদেশ দলের জন্য খুবই দরকার। কারণ কোনো পর্যায়ের ক্রিকেটে মোস্তাফিজের সেই পুরোনো বোলিংয়ের দেখা মিল ছিল না। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে শিকার করেন মাত্র ২ উইকেট। ওভারপ্রতি রান দেন ১০.৯১। আর শেষ ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট মাত্র ৭টি। বিপিএলেও ছিলেন নিজের ছায়া হয়ে।

এমন পারফরম্যান্সে অনেকের ধারণা ছিল এবারের আসরে বেঞ্চ গরম করবেন মোস্তাফিজ। কিন্তু মাতিশা পাতিরানার ইনজুরির কারণে সুযোগ পান চেন্নাইয়ের একাদশে। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে শুরু করেছেন আইপিএলের নতুন আসর।

যদিও ২০২৬ সালে নিজের অভিষেক আসরে ১৬ ম্যাচে ১৭ শিকার করে, ভূমিকা রাখেন হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে। প্রথম বিদেশি ক্রিকেটার জিতেছিলেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর আর কোনো মৌসুমে দেখা যায়নি সেই পুরোনো মোস্তাফিজকে।

এবার মোস্তাফিজ যদি অন্য দলে খেলতেন, তাহলে তার বদলে যাওয়ার প্রত্যাশা কেউ করতেন না। আর উইকেটের পেছনে থেকে প্রত্যাশাটা বাড়িয়েছেন ধোনি। অনেকটা সিনেমার স্ক্রিপ্টের মতো কাজ হয় চেন্নাইয়ে। একেকজনের ভূমিকা একেক রকম।

খুব বেশি পরিবর্তনে বিশ্বাসী নয় ফ্র্যাঞ্চাইজটি। যদি মোস্তাফিজ নিজের ভূমিকা খুঁজে নিতে পারেন বা ধরতে পারেন, তাহলে লাভবান হবে বাংলাদেশই। এ জন্য তাকে সুযোগ পেতে হবে একাদশে। হয়তো পাতিরানার চোট তাকে সুযোগ করে দেবে। এখন কাজটা করতে হবে মোস্তাফিজকেই। সঠিক ভাবে নিজের কাজটি করতে পারবেন তো তিনি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১০

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১১

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১২

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৩

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৪

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৫

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৭

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৯

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

২০
X