স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাহানে-দুবের মতো মোস্তাফিজকে বদলাতে পারবেন ধোনি!

উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। ছবি : সংগৃহীত

টেস্ট ব্যাটারের তকমা লেগে ছিল অজিঙ্কা রাহানের গায়ে। খুব বেশি সুযোগ মিল ছিল না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে। গত আইপিএলে ১৪ ম্যাচ খেলা ডানহাতি এই ব্যাটার আগের দুই মৌসুমে খেলেছেন মাত্র ৯ ম্যাচ। কিন্তু গত মৌসুমে যোগ দেন চেন্নাইয়ে। বদলে যায় তার ব্যাটিংয়ের ধার। আইপিএলের গত আসরে ১৭২.৪৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। রাহানের বদলে যাওয়া এই গল্পের নায়ক মাহেন্দ্র সিং ধোনি।

শিভাম দুবের গল্পটাও অনেকটা একই রকম। ২০১৯ সালে আইপিএল অভিষেক হলেও প্রতিভা আর পারফর‌ম্যান্সের সমন্বয় করতে পারছিলেন না এই অলরাউন্ডার। কিন্তু ২০২২ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর বদলে যায় তার পারফরম্যান্স। গত আসরে মিডল ওভারে তার স্ট্রাইক রেট ছিল ১৫৮.৩৩।

পেসার শার্দুল ঠাকুর-দীপক চাহাররাও বদলে গেছেন চেন্নাইয়ের জার্সিতে। বদলে যাওয়া গল্পের এই তালিকায় যুক্ত হতে পারে মোস্তাফিজুর রহমানের নামও। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে ৪ উইকেট শিকার করে বদলে যাওয়ার আভাস দিয়েছেন কাটার মাস্টার।

আর তার এই বদলে যাওয়া বাংলাদেশ দলের জন্য খুবই দরকার। কারণ কোনো পর্যায়ের ক্রিকেটে মোস্তাফিজের সেই পুরোনো বোলিংয়ের দেখা মিল ছিল না। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে শিকার করেন মাত্র ২ উইকেট। ওভারপ্রতি রান দেন ১০.৯১। আর শেষ ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট মাত্র ৭টি। বিপিএলেও ছিলেন নিজের ছায়া হয়ে।

এমন পারফরম্যান্সে অনেকের ধারণা ছিল এবারের আসরে বেঞ্চ গরম করবেন মোস্তাফিজ। কিন্তু মাতিশা পাতিরানার ইনজুরির কারণে সুযোগ পান চেন্নাইয়ের একাদশে। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে শুরু করেছেন আইপিএলের নতুন আসর।

যদিও ২০২৬ সালে নিজের অভিষেক আসরে ১৬ ম্যাচে ১৭ শিকার করে, ভূমিকা রাখেন হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে। প্রথম বিদেশি ক্রিকেটার জিতেছিলেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর আর কোনো মৌসুমে দেখা যায়নি সেই পুরোনো মোস্তাফিজকে।

এবার মোস্তাফিজ যদি অন্য দলে খেলতেন, তাহলে তার বদলে যাওয়ার প্রত্যাশা কেউ করতেন না। আর উইকেটের পেছনে থেকে প্রত্যাশাটা বাড়িয়েছেন ধোনি। অনেকটা সিনেমার স্ক্রিপ্টের মতো কাজ হয় চেন্নাইয়ে। একেকজনের ভূমিকা একেক রকম।

খুব বেশি পরিবর্তনে বিশ্বাসী নয় ফ্র্যাঞ্চাইজটি। যদি মোস্তাফিজ নিজের ভূমিকা খুঁজে নিতে পারেন বা ধরতে পারেন, তাহলে লাভবান হবে বাংলাদেশই। এ জন্য তাকে সুযোগ পেতে হবে একাদশে। হয়তো পাতিরানার চোট তাকে সুযোগ করে দেবে। এখন কাজটা করতে হবে মোস্তাফিজকেই। সঠিক ভাবে নিজের কাজটি করতে পারবেন তো তিনি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

যে গ্রামে দোকান চলে দোকানদার ছাড়াই

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান 

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা

তিন ইস্যুতে ইসি ঘেরাও ছাত্রদলের

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায় 

শাকসু নির্বাচনের প্রচারে ১২ ঘণ্টা সময় বাড়ল

ভিন্ন রূপে কেয়া পায়েল

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

সুযোগ এলেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত নাহিদ রানা

১০

খাবার খাওয়ার পর হাঁটা কি শরীরের জন্য ভালো

১১

করাচিতে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫

১২

অবশেষে কোহলিদের স্টেডিয়ামে ফিরছে আইপিএল!

১৩

হ্যাঁ ভোটের প্রচারণায় সরকারি চাকরিজীবীদের বাধা নেই : আলী রীয়াজ

১৪

পিরোজপুরে ছয় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

রুপালি পর্দায় আকাশ হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

১৬

ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি

১৭

মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫-এর পর্দা নামল

১৮

সেতুর টোল প্লাজায় ৫ মণ জাটকা জব্দ

১৯

মস্তিষ্ক সুস্থ রাখার কিছু কার্যকর টিপস

২০
X