স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে জ্যোতিদের সর্বনিম্ন যত স্কোর

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিচরণ ২০১২ সাল থেকে। সময়ের হিসেবে ১২ বছরের বেশি সময় ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার মধ্যে থাকলেও বাংলাদেশ এখনও অন্য দলগুলোর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। যার প্রমাণ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে প্রতিটি ম্যাচেই একেবারে অসহায় আত্মসমর্পণ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৫৫ রান তাড়া করতে যেয়ে ৫৩ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে নিগার সুলতানা জ্যোতির দল। তখন নিঘার্ত জ্যোতিদের মনে তাদের এই ফরম্যাটের বাজে সব পরাজয়ের স্মৃতি ঘুরতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য অধিনায়কের ৩২ রানে ভর করে ৭৮ রানে শেষ হয় বাংলাদেশের বাঘিনীদের জন্য দুঃস্বপ্নের এই সিরিজ।

তবে বাংলাদেশের ভক্তদের যে তথ্য একটু ভাবতে বাধ্য করবে তা হলো আজকের ৭৮ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর হয়। এর চেয়েও কম রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে আরও ১৮ বার।

আজকের ৭৮ রানের চেয়েও যে ১৮ সর্বনিম্ন স্কোর রয়েছে বাংলাদেশের নারীদের। সেখান থেকে সর্বনিম্ন পাঁচ স্কোর একনজরে দেখে নেওয়া যাক :

১. পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হওয়া

সালমা খাতুনের অধিনায়কত্বে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের নারীরা। বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ৩০ রানেই অলআউট হয় টিম টাইগ্রেসরা। পাকিস্তানি বোলারদের পক্ষে আনাম আমিন ৩ ওভার বোলিং করে কোন রান রা দিয়ে ৩ উইকেট নেন।

২. কিউইদের দেওয়া বড় টার্গেটে ৩২ রানে অলআউট হয়ে যাওয়া

বাংলাদেশের পরের লজ্জার রেকর্ড দেশের বাইরে। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৪ রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিকরা। বড় এই টার্গেটে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

৩. ব্যাংককে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লজ্জা

৩০ রানে লজ্জা উপহার দেওয়ার আগে বাংলাদেশকে ৪৪ রানের অপমান উপহার দিয়েছিল পাকিস্তানের নারীরা। ২০১৬ সালের নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে প্রায় ১৬ ওভার খেলে ৪৪ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জবাবে মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে যায় পাকিস্তানের মেয়েরা।

৪. টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ৪৬ রানে অলআউট হওয়া

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার স্বপ্ন নিয়েই গিয়েছিল সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল। তবে গ্রুপ-এর তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে বাস্তবতার সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশের বাঘিনীদের। উইন্ডিজদের দেওয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় টিম টাইগ্রেস। উইন্ডিজদের পক্ষে ডিয়ান্ড্রা ডোটিন পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

৫. এশিয়ান গেমসে ভারতের কাছে ৫১ রানে বিধ্বস্ত হওয়া

গত বছরে চীনের হুয়াংজুতে অনুষ্টিত হয় এশিয়ান কাপ। সেই আসরের ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের নারীরা। ইভেন্ট থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরলেও সেমিফাইনালে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হতে হয় শামিমা-নাহিদাদের। প্রথমে ব্যাট করে পূজা ভাস্ট্রেকারের বোলিং তোপে ৫১ রানে থামতে হয় বাংলদেশকে। জবাবে ৮.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারতের মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১০

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১১

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১২

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৩

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৪

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৫

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৬

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৭

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৮

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৯

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

২০
X