স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে জ্যোতিদের সর্বনিম্ন যত স্কোর

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিচরণ ২০১২ সাল থেকে। সময়ের হিসেবে ১২ বছরের বেশি সময় ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার মধ্যে থাকলেও বাংলাদেশ এখনও অন্য দলগুলোর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। যার প্রমাণ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে প্রতিটি ম্যাচেই একেবারে অসহায় আত্মসমর্পণ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৫৫ রান তাড়া করতে যেয়ে ৫৩ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে নিগার সুলতানা জ্যোতির দল। তখন নিঘার্ত জ্যোতিদের মনে তাদের এই ফরম্যাটের বাজে সব পরাজয়ের স্মৃতি ঘুরতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য অধিনায়কের ৩২ রানে ভর করে ৭৮ রানে শেষ হয় বাংলাদেশের বাঘিনীদের জন্য দুঃস্বপ্নের এই সিরিজ।

তবে বাংলাদেশের ভক্তদের যে তথ্য একটু ভাবতে বাধ্য করবে তা হলো আজকের ৭৮ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর হয়। এর চেয়েও কম রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে আরও ১৮ বার।

আজকের ৭৮ রানের চেয়েও যে ১৮ সর্বনিম্ন স্কোর রয়েছে বাংলাদেশের নারীদের। সেখান থেকে সর্বনিম্ন পাঁচ স্কোর একনজরে দেখে নেওয়া যাক :

১. পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হওয়া

সালমা খাতুনের অধিনায়কত্বে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের নারীরা। বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ৩০ রানেই অলআউট হয় টিম টাইগ্রেসরা। পাকিস্তানি বোলারদের পক্ষে আনাম আমিন ৩ ওভার বোলিং করে কোন রান রা দিয়ে ৩ উইকেট নেন।

২. কিউইদের দেওয়া বড় টার্গেটে ৩২ রানে অলআউট হয়ে যাওয়া

বাংলাদেশের পরের লজ্জার রেকর্ড দেশের বাইরে। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৪ রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিকরা। বড় এই টার্গেটে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

৩. ব্যাংককে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লজ্জা

৩০ রানে লজ্জা উপহার দেওয়ার আগে বাংলাদেশকে ৪৪ রানের অপমান উপহার দিয়েছিল পাকিস্তানের নারীরা। ২০১৬ সালের নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে প্রায় ১৬ ওভার খেলে ৪৪ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জবাবে মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে যায় পাকিস্তানের মেয়েরা।

৪. টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ৪৬ রানে অলআউট হওয়া

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার স্বপ্ন নিয়েই গিয়েছিল সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল। তবে গ্রুপ-এর তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে বাস্তবতার সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশের বাঘিনীদের। উইন্ডিজদের দেওয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় টিম টাইগ্রেস। উইন্ডিজদের পক্ষে ডিয়ান্ড্রা ডোটিন পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

৫. এশিয়ান গেমসে ভারতের কাছে ৫১ রানে বিধ্বস্ত হওয়া

গত বছরে চীনের হুয়াংজুতে অনুষ্টিত হয় এশিয়ান কাপ। সেই আসরের ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের নারীরা। ইভেন্ট থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরলেও সেমিফাইনালে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হতে হয় শামিমা-নাহিদাদের। প্রথমে ব্যাট করে পূজা ভাস্ট্রেকারের বোলিং তোপে ৫১ রানে থামতে হয় বাংলদেশকে। জবাবে ৮.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারতের মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

ধানের শীষ বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল : দুলু

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারী নিহত

১০

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

১১

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

১২

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

১৩

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

১৪

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

১৬

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

১৭

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১৮

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

১৯

নিজ আসনে নুরের গণসংযোগ

২০
X