মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের জয়ে অভিভূত মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের। র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরে গিয়েছিল টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হয়েছিল নাস্তানাবুদ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের সামনে ছিল অনেক চ্যালেঞ্জ। সে চ্যালঞ্জে জয়টা হয়েছে বাংলাদেশের। লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে টাইগাররা।

বাংলাদেশের এ জয়ে অন্য সবার মতো রোমাঞ্চিত সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসে বোলারদের পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদের ভূমিকার কথা তুলে ধরেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

অন্যান্য বোলারদের পাশাপাশি লেগ স্পিনার রিশাদের ক্যারিয়ার সেরা বোলিং নিয়ে মাশরাফী লিখেছেন, ‘বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়র সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা। কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’

দীর্ঘদিন ধরে একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাব ভোগাচ্ছিল বাংলাদেশকে। সাবেক অধিনায়কের মতে সেখানে রিশাদ হতে পারেন বড় সমাধান, ‘অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে। তানজিম সাকিবকে সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।’

টপ অর্ডারের ব্যর্থতায় এ ম্যাচে হারের মুখে পড়েছিল বাংলাদেশ। তাই সহজ ম্যাচ কঠিন হয়ে যায় টাইগারদের জন্য। এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে মাশরাফীর, ‘ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে। তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস জোগাবে। তারপরও মনে করি, এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিল। যা-ই হোক দিনশেষে জয় জয়ই। কারণ দল এমনিতেই অনেক চাপে ছিল।’

স্ট্যাটাসে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসংশা করে তিনি বলেন, ‘যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো। কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়, পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ, রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১০

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১১

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১২

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৪

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৫

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৬

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৭

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৮

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৯

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

২০
X