স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের জয়ে অভিভূত মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের। র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরে গিয়েছিল টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হয়েছিল নাস্তানাবুদ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের সামনে ছিল অনেক চ্যালেঞ্জ। সে চ্যালঞ্জে জয়টা হয়েছে বাংলাদেশের। লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে টাইগাররা।

বাংলাদেশের এ জয়ে অন্য সবার মতো রোমাঞ্চিত সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসে বোলারদের পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদের ভূমিকার কথা তুলে ধরেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

অন্যান্য বোলারদের পাশাপাশি লেগ স্পিনার রিশাদের ক্যারিয়ার সেরা বোলিং নিয়ে মাশরাফী লিখেছেন, ‘বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়র সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা। কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’

দীর্ঘদিন ধরে একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাব ভোগাচ্ছিল বাংলাদেশকে। সাবেক অধিনায়কের মতে সেখানে রিশাদ হতে পারেন বড় সমাধান, ‘অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে। তানজিম সাকিবকে সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।’

টপ অর্ডারের ব্যর্থতায় এ ম্যাচে হারের মুখে পড়েছিল বাংলাদেশ। তাই সহজ ম্যাচ কঠিন হয়ে যায় টাইগারদের জন্য। এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে মাশরাফীর, ‘ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে। তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস জোগাবে। তারপরও মনে করি, এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিল। যা-ই হোক দিনশেষে জয় জয়ই। কারণ দল এমনিতেই অনেক চাপে ছিল।’

স্ট্যাটাসে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসংশা করে তিনি বলেন, ‘যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো। কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়, পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ, রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

১০

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

১১

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

১২

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

১৩

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

১৪

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

১৫

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

১৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৭

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

১৮

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

১৯

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

২০
X