চলতি বিশ্বকাপে নিউইয়র্কের পিচ নিয়ে কম সমালোচনা হয়নি। নতুন এই ড্রপ ইন পিচে হওয়া প্রত্যেক ম্যাচই হয়েছে লো-স্কোরিং। সেই পিচেই মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বিশ্ব ক্রিকেটের মহারণে পাক পেসারদের বোলিং তোপে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন স্কোর করেছে ভারত। মাত্র ১১৯ রান করতে পেরেছে তারা সবকটি উইকেট হারিয়ে।
রোববার (৯ জুন) নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে পাক পেসারদের বোলিং তোপে ১১৯ রানে অলআউট হয় ভারত। পাক পেসারদের পক্ষে হারিস ও রউফ নেন তিন উইকেট। ভারতের পক্ষে ঋষভ পান্ত সর্বোচ্চ ৪২ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের চতুর্থ সর্বনিম্ন স্কোর। আর অলআউট হওয়া ইনিংসে এটি দ্বিতীয়। প্রথম ব্যাট করে বিশ্বকাপে এত কম রানে কখনোই অলআউট হয়নি তারা।
বারবার বৃষ্টির বাধায় পড়া ম্যাচে টস হেরে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১২ রানেই কোহলি ও ১৯ রানে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা।
তবে পাল্টা আক্রমণ শুরু করেন ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল। বিধ্বংসী বোলিংয়ের মধ্যেও দুজনের ৩৯ রানের জুটি ম্যাচে ফেরায় টিম ইন্ডিয়াকে। অক্ষর ২০ রানে ফিরলেও সূর্যকুমারকে নিয়ে এগোতে থাকেন পান্ত।
তবে হঠাৎ ব্যাটিং ধসে ৮৯/৩ থেকে হঠাৎ ব্যাটিং ধসে ভারত হয়ে যায় ৯৬/৭। নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফের বোলিং তোপে একে একে ফিরে যান সূর্যকুমার, দুবে, পান্ডিয়ারা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন পন্ত। পাকিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পুরো ২০ ওভারও খেলতে পারেনি ভারত। ১৯ ওভারে ১১৯ রানে থামে ভারতের ইনিংস। ২১ রান দিয়ে ৩টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ। এছাড়াও ২৩ রানে ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।
ভারত নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি হারলে বড় বিপদে পড়বে বাবর আজমের দল। তাই ভারতের সাথে ম্যাচটি পাকিস্তানের জন্য বাঁচা মরারও।
মন্তব্য করুন