স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সেমিতে না খেলেই ফাইনালে যাবে ভারত!

সেমির মাঠে সকালেও হয়েছে বৃষ্টি। ছবি : সংগৃহীত
সেমির মাঠে সকালেও হয়েছে বৃষ্টি। ছবি : সংগৃহীত

মেঘাচ্ছন্ন আকাশ আর অবিরাম বৃষ্টির কারণে ত্রিনিদাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিলেও তা হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় হওয়া ম্যাচে জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

একই দিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গায়ানায় হওয়ার কথা ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচ ঘিরেও রয়েছে শঙ্কা। তা আরও বেশি।

গ্রুপ পর্ব এবং সুপার এইট মিলিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫২ ম্যাচ। আর দুই ম্যাচ, এরপর পাওয়া যাবে নবম আসরের শিরোপা জয়ী দল। বাকি আছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড।

প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় আফগানিস্তান। এর আগে ফাইনালে খেলেনি দুইদল। ফলে এবার নতুন কোনও দলের ফাইনালে ওঠা নিশ্চিত। শেষ পর্যন্ত তা হয় প্রোটিয়ারা।

তবে দ্বিতীয় সেমিফাইনালেই বাগড়া দিতে পারে আবহাওয়া।

দ্বিতীয় সেমিফাইনালে আবহাওয়া পূর্বাভাস:

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। গায়ানায় ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি পুরো ম্যাচ জুড়েই হওয়ার সম্ভবনা রয়েছে। ম্যাচ যত এগোবে ততই জেঁকে বসতে পারে বৃষ্টি।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কারা?

বাংলাদেশ সময় অনুযায়ী আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৬টায়। বৃষ্টিতে যাতে ম্যাচ ভেসে না যায় এ জন্য রিজার্ভ ডে দেয় রাখা হয়েছে। তবে এ দিন ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস নেই এবং বৃষ্টি ছাড়াই শেষ হয়েছে তা।

তবে সমস্যা হবে দ্বিতীয় সেমিফাইনালে। বাংলাদেশ সময় অনুযায়ী ভারত-ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচের কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে বাড়তি ২৫০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে কোনো ভাবে যদি ম্যাচ শেষ করা না যায় তাহলে কী হবে? ফাইনালিস্ট নির্ধারণে দুই দলের গ্রুপ পর্বের অবস্থান বিবেচনায় আসবে। যে দল বেশি ভালো অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে, সেই দল পাবে ফাইনালের টিকিট।

দ্বিতীয় সেমি ভেসে গেলে ফাইনালে খেলবে ভারত। কারণ সেরা হয়ে গ্রুপ পর্ব শেষ করে রোহিতরা। আর গ্রুপের দ্বিতীয় হয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড।

এদিকে ২৯ জুন শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ফাইনাল। শিরোপার লড়াইয়ের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। যদি দুই দিন মিলিয়ে ফাইনালের ফল না আসে, সে ক্ষেত্রে দুই ফাইনালিস্টকেই যুগ্নচ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

১০

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

১১

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

১২

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

১৩

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৪

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৫

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

১৬

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

১৭

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

১৮

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১৯

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

২০
X