স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১০:২১ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে যা বললেন প্রোটিয়া অধিনায়ক

দলকে জিতিয়ে হাসিমুখে মার্করাম। ছবি : সংগৃহীত
দলকে জিতিয়ে হাসিমুখে মার্করাম। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে ক্রিকেটেরে অন্যতম প্রতিভাবান দল বলতে খুব বেশি মানুষের আপত্তি থাকার কথা নয়। তবে প্রতিভাবান হওয়ার পরও কখনও বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি দলটি। বারবার সেমিতে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন অধিনায়ক আইডেন মার্করামের অধীনে অবশেষে সেমিফানাল অভিশাপ কাটাতে পেড়েছে দলটি। আফগানদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে অবশ্য তিনি তার দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। মার্করাম জোর দিয়ে বলেছেন যে সাফল্য শুধু তার নেতৃত্বের কারণে নয় বরং পুরো দলের পারফরম্যান্সের ফল।

ট্রিনিডাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচে, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে, আফগানিস্তান মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটের ইতিহাসে কোনো দলের সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকার বোলাররা, বিশেষ করে মার্কো জানসেন এবং তাবরিজ শামসি তিনটি করে উইকেট নিয়ে আফগান ব্যাটারদের ওপর দাপট দেখান। এরপর দক্ষিণ আফ্রিকার দল মাত্র ৮.৫ ওভারে টার্গেট তাড়া করে যাতে অধিনায়ক মার্করাম এবং রেজা হেনড্রিকস নেতৃত্ব দেন।

প্রথমবারের মতো প্রোটিয়াদের বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ইতিহাস গড়া মার্করাম দলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শুধু অধিনায়কই নয়, এখানে পৌঁছানোর জন্য একটি বিশাল দলীয় প্রচেষ্টা প্রয়োজন। পেছনে অনেক লোকও কাজ করছে। আমরা ভাগ্যবান ছিলাম যে ট্রিনিদাদের কঠিন পিচে টস হেরে গিয়েছিলাম। আমাদের বোলাররা দুর্দান্ত ছিল, সহজ রেখেছিল এবং সঠিক এলাকায় বল করেছিল।’

ম্যাচ সম্পর্কে চিন্তা করে, মার্করাম চ্যালেঞ্জিং ব্যাটিং কন্ডিশন এবং সেমিফাইনাল জয়ের গুরুত্ব স্বীকার করেন। তিনি বলেন, ‘ব্যাটিং করা কঠিন ছিল, যদি কেউ বলে এটি সহজ ছিল তাহলে সে মিথ্যা বলছে। আমরা একটু ভাগ্যবান ছিলাম যে একটি পার্টনারশিপ করতে পেরেছি। আমরা কয়েকটি ক্লোজ ম্যাচ খেলেছি, যার ফলে দেশের ভক্তদের কিছুটা টেনশন হয়েছে। আজকের ম্যাচটি সে হিসেবে স্বস্তিদায়ক ছিল।’

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার জয় তাদের টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারাকে অব্যাহত রেখেছে, যা এখন আট ম্যাচে দাঁড়িয়েছে। মার্করাম দলের উত্তেজনা এবং ফাইনালের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য আরেকটি ধাপ, একটি সুযোগ যা আমরা আগে কখনও পাইনি এবং ভয়ের কিছু নেই। এই জয় অনেক কিছু মানে। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, তবে এমন একটি পারফরম্যান্স প্রদানের জন্য পুরো দলের প্রয়োজন।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা, দলের ঐক্য এবং দৃঢ় সংকল্প তাদের অসাধারণ যাত্রার মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে। মার্করামের নেতৃত্বে এবং পুরো দলের প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেটে ঐতিহাসিক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এখন দেখা যাক শেষ ধাপ তারা অতিক্রম করতে পারে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

১০

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

১১

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

১২

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

১৩

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

১৪

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

১৫

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

১৬

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

১৭

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

১৮

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

১৯

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

২০
X