আর্জেন্টিনা-ইকুয়েডর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ফল কী হয়, শুক্রবার সকালে জানা যাবে। ম্যাচের আগে ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ বলছেন, লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সম্মানের।
কাতারের কোচ হিসেবে পাঁচ বছর কাজ করা ফেলিক্স সানচেজ গত বছর ইকুয়েডরের দায়িত্ব নিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ৪৮ বছর বয়সী কোচ বলেছেন, ‘লিওনেল স্কালোনি এমন কিছু করেছেন, যা ইতিহাস। এটা এমন এক দল, দর্শক হিসেবে যাদের দেখাও দারুণ। এমন দলের বিপক্ষে খেলাটা সম্মানের।’
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লিওনেল মেসির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা অনিশ্চিত। মেসিকে ছাড়া আর্জেন্টিনাও যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন ফেলিক্স সানচেজ।
Días, porque buenos van a estar los Cuartos de Final pic.twitter.com/LxpNwEKcyv — CONMEBOL Copa América️ (@CopaAmerica) July 3, 2024
কাতারের কোচ হিসেবে ২০১৯ সালের অক্টোবরে ঢাকা সফর করা ফেলিক্সি এ কোচের কথায়, ‘আর্জেন্টিনা যে প্রক্রিয়ায় খেলে, তাতে মেসির থাকা না থাকা খুব একটা প্রভাব রাখবে না। কারণ, দলটি এমন একটি গ্রুপ তৈরি করেছে, যারা পরিস্থিতি অনুযায়ী খেলতে সমর্থ। আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
প্রতিপক্ষের কৌশল মোকাবিলা সম্পর্কে ইকুয়েডর কোচ আরও বলেন, ‘সামর্থ্যের সেরাটা দিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করতে হবে। কারণ, আর্জেন্টিনা এমন এক দল, যাদের আক্রমণভাগ ভয়ংকর।’
মন্তব্য করুন