ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চেনা প্রতিপক্ষে আত্মবিশ্বাসী জামালরা

বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

চলতি বছর অক্টোবরে দুই লেগের প্লে-অফ ম্যাচে নির্ভর করছে আন্তর্জাতিক ফুটবলের বাংলাদেশের ভবিষ্যৎ। বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের দুই ম্যাচে হারলে ছোট হয়ে আসবে জামাল-তপুদের আন্তর্জাতিক সূচি। আর জিতলে বাড়বে আন্তর্জাতিক ব্যস্ততা। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে চেনা প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া সাফ গেমসে ৩-১ গোলে হারিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এতে বেড়েছে বাংলাদেশ দলের ফুটবলারদের আত্মবিশ্বাস।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের ড্র। আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে হ্যাম ও অ্যাওয়ে ভিত্তিতে এই ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। জয়ী দল খেলবে এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে।

এই রাউন্ডে ৯ গ্রুপে খেলবে ৩৬টি দল। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বিশ্বকাপ বাছাইপর্বে আরও ৬ ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পাওয়া ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের কোচ হাসান আল-মামুন।

মুঠোফোনে কালবেলাকে তিনি জানান, ‘মধ্যপ্রাচ্যের কোন দেশ বা কোন অচেনা প্রতিপক্ষ পেলে কাজটা কঠিন হতো। মালদ্বীপ আমাদের চেনা প্রতিপক্ষ। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আমরা দেশটিকে হারিয়েছি। আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক।’

ম্যাচ দুটিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি, ‘দুই লেগের লড়াই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য দলের সবাই সিরিয়াস। আমরা অচিরেই প্রস্তুতি শুরু করব। আশা করছি, প্লে-অফ বাধা পেরিয়ে পরের ধাপে যেতে পারব।’

এদিকে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পাওয়ায় একটু বেশি ভালো লাগা কাজ করছে বাংলাদেশের দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপে দলটির বিপক্ষে জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে প্রথম গোল পেয়েছিলেন তিনি। পরে জালের দেখা পান শেখ মোরসালিন ও তারিক কাজী। সেই জয়ের আত্মবিশ্বাস, বিশ্বকাপ বাছাইয়ে কাজে লাগাতে চান রাকিব, ‘মালদ্বীপকে আমরা সাফে হারিয়ে এসেছি। পিছিয়ে পড়লেও ওদের হারিয়েছিলাম আমরা। স্বাভাবিকভাবে ওই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে আমাদের। এটা ঠিক, ওদের বিশ্বকাপ বাছাইয়ে পেয়ে আমরা খুশি, কিন্তু এটা বিশ্বকাপ বাছাই, ওদের হালকাভাবে নিব না। সেভাবেই প্রস্তুতি নেব আমরা।’

আগামী অক্টোবরে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে দুই লেগের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ। এবার ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে হয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাশিয়ার বিরুদ্ধে জিততে নতুন পরিকল্পনা ইউক্রেনের

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

‘মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই’

এনসিপির ৩৬ দফা ইশতেহারে কী আছে

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

১০

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

১১

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

১২

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

১৪

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

১৫

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

১৬

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১৭

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১৮

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১৯

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

২০
X