ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চেনা প্রতিপক্ষে আত্মবিশ্বাসী জামালরা

বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

চলতি বছর অক্টোবরে দুই লেগের প্লে-অফ ম্যাচে নির্ভর করছে আন্তর্জাতিক ফুটবলের বাংলাদেশের ভবিষ্যৎ। বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের দুই ম্যাচে হারলে ছোট হয়ে আসবে জামাল-তপুদের আন্তর্জাতিক সূচি। আর জিতলে বাড়বে আন্তর্জাতিক ব্যস্ততা। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে চেনা প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া সাফ গেমসে ৩-১ গোলে হারিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এতে বেড়েছে বাংলাদেশ দলের ফুটবলারদের আত্মবিশ্বাস।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের ড্র। আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে হ্যাম ও অ্যাওয়ে ভিত্তিতে এই ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। জয়ী দল খেলবে এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে।

এই রাউন্ডে ৯ গ্রুপে খেলবে ৩৬টি দল। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বিশ্বকাপ বাছাইপর্বে আরও ৬ ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পাওয়া ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের কোচ হাসান আল-মামুন।

মুঠোফোনে কালবেলাকে তিনি জানান, ‘মধ্যপ্রাচ্যের কোন দেশ বা কোন অচেনা প্রতিপক্ষ পেলে কাজটা কঠিন হতো। মালদ্বীপ আমাদের চেনা প্রতিপক্ষ। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আমরা দেশটিকে হারিয়েছি। আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক।’

ম্যাচ দুটিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি, ‘দুই লেগের লড়াই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য দলের সবাই সিরিয়াস। আমরা অচিরেই প্রস্তুতি শুরু করব। আশা করছি, প্লে-অফ বাধা পেরিয়ে পরের ধাপে যেতে পারব।’

এদিকে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পাওয়ায় একটু বেশি ভালো লাগা কাজ করছে বাংলাদেশের দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপে দলটির বিপক্ষে জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে প্রথম গোল পেয়েছিলেন তিনি। পরে জালের দেখা পান শেখ মোরসালিন ও তারিক কাজী। সেই জয়ের আত্মবিশ্বাস, বিশ্বকাপ বাছাইয়ে কাজে লাগাতে চান রাকিব, ‘মালদ্বীপকে আমরা সাফে হারিয়ে এসেছি। পিছিয়ে পড়লেও ওদের হারিয়েছিলাম আমরা। স্বাভাবিকভাবে ওই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে আমাদের। এটা ঠিক, ওদের বিশ্বকাপ বাছাইয়ে পেয়ে আমরা খুশি, কিন্তু এটা বিশ্বকাপ বাছাই, ওদের হালকাভাবে নিব না। সেভাবেই প্রস্তুতি নেব আমরা।’

আগামী অক্টোবরে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে দুই লেগের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ। এবার ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে হয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

এলোপাতারি গুলিতে যুবক নিহত

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

ফার্মগেটে সড়ক অবরোধ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

১০

যেসব এলাকায় শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১১

বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ

১২

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

১৩

বিলাসবহুল হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

১৪

মুস্তাফিজের পরিবর্তে যাকে দলে ভেড়াতে পারে কলকাতা

১৫

মাদুরোকে নিয়ে মুখ খুললেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

১৬

যে ৭ সময় ব্যবস্থাপনা কৌশল জানা থাকা জরুরি

১৭

ব্রিজের রেলিং ভেঙে নদে ট্রাক, করুণ পরিণতি

১৮

বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ : আসাদুজ্জামান

১৯

রাজধানীর শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

২০
X