স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভিনিকে কেনার প্রস্তাব নাকচ সৌদির

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

কিছুদিন ধরেই ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে গুঞ্জন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে মোটা অঙ্কের অর্থ দিতে রাজি সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি। এমনকি এটিও শোনা যাচ্ছিল, ভিনিসিয়ুসকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রামিক পাওয়া খেলোয়াড়ও বানাবে তারা। তবে এবার সেই সব গুঞ্জন প্রত্যাখ্যান করল সৌদি ক্লাবটি।

সৌদি আরবের ক্লাব আল আহলির পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের জন্য একটি বিশ্ব রেকর্ড ট্রান্সফার প্রস্তাবের গুঞ্জনকে দৃঢ়ভাবে নাকচ করেছে মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত সূত্রগুলো। রিপোর্টগুলোতে দাবি করা হয়েছিল যে সৌদি প্রো লিগের ক্লাবটি ব্রাজিলিয়ান উইঙ্গারকে আনার জন্য ৫০০ মিলিয়ন ইউরো (৬৬ হাজার ৪৭৯ কোটি) এবং পাঁচ বছরের জন্য ১ বিলিয়ন ইউরো মূল্যের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে অভ্যন্তরীণ সূত্র থেকে এসব গুজব মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

ভিনিসিয়ুস, যিনি ২০২৪ সালের ব্যালন ডি'অরের অন্যতম ফেভারিট এই গ্রীষ্মে এই ট্রান্সফার গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অনেকে বলছেন যে সৌদি আরব ইউরোপ থেকে তাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। কিন্তু ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, কোনো গঠনমূলক আলোচনা হয়নি এবং ভিনিসিয়ুসও এই মুহূর্তে ইউরোপ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি।

সৌদি আরব তার লিগে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আনতে আগ্রহী হলেও, ভিনিসিয়ুস জুনিয়র এই পর্যায়ে সৌদি প্রো লিগে যাওয়ার পরিকল্পনা করছেন না। তিনি রিয়াল মাদ্রিদে তার যাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর এবং সৌদি আরবের প্রস্তাবগুলি আপাতত তার জন্য অপ্রাসঙ্গিক।

তবে, সৌদি আরব এখনো স্থানীয় লিগে বড় নাম আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাপোলির ভিক্টর ওসিমেন, বায়ার্ন মিউনিখের কিংসলি কোমান এবং ব্রেন্টফোর্ডের ইভান টোনির মতো খেলোয়াড়দের জন্য আলোচনা চলছে। সম্প্রতি আল হিলালে ২৫ মিলিয়ন ইউরো মূল্যের চুক্তিতে জোয়াও ক্যানসেলো যোগ দিয়েছেন।

এ ছাড়া, সৌদি আরব ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ইতোমধ্যেই ভিনিসিয়ুসকে টুর্নামেন্টের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগের বিষয়ে তাঁর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে আপাতত কোনো চুক্তি চূড়ান্ত হয়নি এবং ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদেই থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X