স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

ম্যানইউকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে লিভারপুল। ৩-০ গোলের এ জয়ে বড় ভূমিকা ছিল মোহাম্মদ সালাহর। সতীর্থ লুইস দিয়াজকে দিয়ে দুই গোল করানোর পর নিজে করেছেন এক গোল। এতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

এ নিয়ে ম্যানইউর মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। দুর্দান্ত এক জয় উপহার দিয়ে প্রিয় ওল্ড ট্রাফোর্ডেই লিভারপুল ছাড়ার ইঙ্গিত দেন মিসরীয় ম্যাজিশিয়ান।

ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল পায় লিভারপুল। ডান প্রান্ত দিয়ে সালাহর নিখুঁত ক্রস থেকে বল পেয়ে হেডে গোলটি করেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াজ। এর ৭ মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করে অল রেডরা। আবারও সেই এক কম্বিনেশন। সালাহর অ্যাসিস্ট থেকে এবার ডান পায়ে গোলটি করেন দিয়াজ।

আর ৫৬ মিনিটে তৃতীয় গোলটি পান সালাহ। দমিনিক সোবোসলাই দুর্দান্ত অ্যাসিস্টে সহজে ম্যানইউর জাল কাঁপান তিনি। নতুন কোচ আর্নে স্লটের অধীনে টানা তৃতীয় জয় পেল লিভারপুল। আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে রয়েছে অল রেডরা।

সমান তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৯ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয়তে রয়েছে লিভারপুল। তবে ম্যাচ শেষে অল রেড ভক্তদের জন্য মন খারাপের খবর দেন মোহাম্মদ সালাহ। জানান মৌসুম শেষে বিদায় জানাবেন লিভারপুলকে।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসকে তিনি বলেন, গ্রীষ্মটা ভালোই কেটেছে, যেহেতু ক্লাবে আমার এটাই শেষ বছর; তাই চেষ্টা করব বাকিটা সময়ও ইতিবাচক থাকার।

২০১৭ সালে আনফিল্ডের ক্লাবটিতে যোগ দেন সালাহ। এ পর্যন্ত লিভারপুলের জার্সিতে ২১৪ গোল করেছেন ৩২ বছর বয়সী এ তারকা। চলতি মৌসুমে শেষ হবে সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনো সালাহর সঙ্গে আলোচনা করেনি লিভারপুল কর্তৃপক্ষ। পরের গন্তব্য বিষয়ে সালাহ বলেন, ‘আমি সময়টা উপভোগ করতে চাইছি। এ (লিভারপুল ছাড়া) নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখি আগামী বছর কী হয়।’

ম্যানইউর মাঠে টানা ম্যাচে গোল পাওয়া সালাহ বলেন, ‘সত্যি বলছি এটাই হয়তো ওল্ড ট্রাফোর্ডে আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে ধরেই খেলতে নেমেছি। ক্লাবের কেউ চুক্তি নিয়ে আমার সঙ্গে কথা বলেনি। এটা তো আমার বিষয় নয়, ক্লাবের বিষয়।’

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ, ২০২২ সালে প্রায় ২.৪ কোটি ডলারের পারিশ্রমিকে আবারও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১২

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

১৩

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

১৪

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

১৫

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

১৬

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

১৭

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

১৮

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

১৯

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

২০
X