স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

ম্যানইউকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে লিভারপুল। ৩-০ গোলের এ জয়ে বড় ভূমিকা ছিল মোহাম্মদ সালাহর। সতীর্থ লুইস দিয়াজকে দিয়ে দুই গোল করানোর পর নিজে করেছেন এক গোল। এতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

এ নিয়ে ম্যানইউর মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। দুর্দান্ত এক জয় উপহার দিয়ে প্রিয় ওল্ড ট্রাফোর্ডেই লিভারপুল ছাড়ার ইঙ্গিত দেন মিসরীয় ম্যাজিশিয়ান।

ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল পায় লিভারপুল। ডান প্রান্ত দিয়ে সালাহর নিখুঁত ক্রস থেকে বল পেয়ে হেডে গোলটি করেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াজ। এর ৭ মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করে অল রেডরা। আবারও সেই এক কম্বিনেশন। সালাহর অ্যাসিস্ট থেকে এবার ডান পায়ে গোলটি করেন দিয়াজ।

আর ৫৬ মিনিটে তৃতীয় গোলটি পান সালাহ। দমিনিক সোবোসলাই দুর্দান্ত অ্যাসিস্টে সহজে ম্যানইউর জাল কাঁপান তিনি। নতুন কোচ আর্নে স্লটের অধীনে টানা তৃতীয় জয় পেল লিভারপুল। আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে রয়েছে অল রেডরা।

সমান তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৯ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয়তে রয়েছে লিভারপুল। তবে ম্যাচ শেষে অল রেড ভক্তদের জন্য মন খারাপের খবর দেন মোহাম্মদ সালাহ। জানান মৌসুম শেষে বিদায় জানাবেন লিভারপুলকে।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসকে তিনি বলেন, গ্রীষ্মটা ভালোই কেটেছে, যেহেতু ক্লাবে আমার এটাই শেষ বছর; তাই চেষ্টা করব বাকিটা সময়ও ইতিবাচক থাকার।

২০১৭ সালে আনফিল্ডের ক্লাবটিতে যোগ দেন সালাহ। এ পর্যন্ত লিভারপুলের জার্সিতে ২১৪ গোল করেছেন ৩২ বছর বয়সী এ তারকা। চলতি মৌসুমে শেষ হবে সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনো সালাহর সঙ্গে আলোচনা করেনি লিভারপুল কর্তৃপক্ষ। পরের গন্তব্য বিষয়ে সালাহ বলেন, ‘আমি সময়টা উপভোগ করতে চাইছি। এ (লিভারপুল ছাড়া) নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখি আগামী বছর কী হয়।’

ম্যানইউর মাঠে টানা ম্যাচে গোল পাওয়া সালাহ বলেন, ‘সত্যি বলছি এটাই হয়তো ওল্ড ট্রাফোর্ডে আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে ধরেই খেলতে নেমেছি। ক্লাবের কেউ চুক্তি নিয়ে আমার সঙ্গে কথা বলেনি। এটা তো আমার বিষয় নয়, ক্লাবের বিষয়।’

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ, ২০২২ সালে প্রায় ২.৪ কোটি ডলারের পারিশ্রমিকে আবারও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১১

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১৩

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৪

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৫

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৬

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৭

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১৮

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১৯

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

২০
X