স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে হয়রানি না করার অনুরোধ আমিনুলের

আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক এবং বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল হক সাকিব আল হাসানকে কোনো ধরনের হয়রানির শিকার না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি যে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছি, সেটি যেন আর কেউ না হয়। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে সেই মামলাকে ভিত্তি করে তাকে যেন হয়রানি করা না হয়।’

সাকিবের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে একটি হত্যার অভিযোগের প্রেক্ষিতে, যেখানে আদাবরে পোশাক কর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে সাকিবসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এরপর আইনজীবী থেকে সাকিবকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয় এবং বিসিবিকে তাকে দেশে ফিরিয়ে আনার নোটিশও দেওয়া হয়।

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। বিসিবি তাকে আইনি সহায়তাও দিতে প্রস্তুত।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক এই মামলাকে সাকিবের প্রতি একটি হয়রানি দাবি করে নিন্দা জানিয়েছেন। আইন ও বিচার বিভাগের অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করেছেন, সাকিবকে গ্রেপ্তার করা হবে না।

সাকিব বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন। প্রথম টেস্টে বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১৫ রান করেছেন তিনি। সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে আমিনুল হক মন্তব্য করেন যে, সাকিব একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভুল করেছেন। তিনি মনে করেন, সাকিব ইচ্ছা করলেই নির্বাচনটি এড়াতে পারতেন।

আমিনুল হক নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘খেলা থেকে অবসর নিয়ে আমি রাজনীতি করেছি, যেখানে সাকিব ও মাশরাফি জাতীয় দলের খেলা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছেন।’

তবে তিনি আশা করেন সাকিব যেন তার মতো নির্যাতন বা হয়রানির শিকার না হন।

সাবেক ফুটবল অধিনায়ক আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কেউ হয়রানির শিকার হবে না। সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া, সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

১০

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

১১

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১২

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১৩

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১৪

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

১৫

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১৭

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১৮

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১৯

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

২০
X