স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে হয়রানি না করার অনুরোধ আমিনুলের

আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক এবং বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল হক সাকিব আল হাসানকে কোনো ধরনের হয়রানির শিকার না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি যে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছি, সেটি যেন আর কেউ না হয়। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে সেই মামলাকে ভিত্তি করে তাকে যেন হয়রানি করা না হয়।’

সাকিবের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে একটি হত্যার অভিযোগের প্রেক্ষিতে, যেখানে আদাবরে পোশাক কর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে সাকিবসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এরপর আইনজীবী থেকে সাকিবকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয় এবং বিসিবিকে তাকে দেশে ফিরিয়ে আনার নোটিশও দেওয়া হয়।

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। বিসিবি তাকে আইনি সহায়তাও দিতে প্রস্তুত।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক এই মামলাকে সাকিবের প্রতি একটি হয়রানি দাবি করে নিন্দা জানিয়েছেন। আইন ও বিচার বিভাগের অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করেছেন, সাকিবকে গ্রেপ্তার করা হবে না।

সাকিব বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন। প্রথম টেস্টে বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১৫ রান করেছেন তিনি। সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে আমিনুল হক মন্তব্য করেন যে, সাকিব একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভুল করেছেন। তিনি মনে করেন, সাকিব ইচ্ছা করলেই নির্বাচনটি এড়াতে পারতেন।

আমিনুল হক নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘খেলা থেকে অবসর নিয়ে আমি রাজনীতি করেছি, যেখানে সাকিব ও মাশরাফি জাতীয় দলের খেলা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছেন।’

তবে তিনি আশা করেন সাকিব যেন তার মতো নির্যাতন বা হয়রানির শিকার না হন।

সাবেক ফুটবল অধিনায়ক আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কেউ হয়রানির শিকার হবে না। সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া, সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১১

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

১২

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

১৩

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

১৪

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

১৫

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

১৬

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

১৭

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

১৮

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

১৯

১২৩ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

২০
X