স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে হয়রানি না করার অনুরোধ আমিনুলের

আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক এবং বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল হক সাকিব আল হাসানকে কোনো ধরনের হয়রানির শিকার না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি যে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছি, সেটি যেন আর কেউ না হয়। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে সেই মামলাকে ভিত্তি করে তাকে যেন হয়রানি করা না হয়।’

সাকিবের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে একটি হত্যার অভিযোগের প্রেক্ষিতে, যেখানে আদাবরে পোশাক কর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে সাকিবসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এরপর আইনজীবী থেকে সাকিবকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয় এবং বিসিবিকে তাকে দেশে ফিরিয়ে আনার নোটিশও দেওয়া হয়।

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। বিসিবি তাকে আইনি সহায়তাও দিতে প্রস্তুত।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক এই মামলাকে সাকিবের প্রতি একটি হয়রানি দাবি করে নিন্দা জানিয়েছেন। আইন ও বিচার বিভাগের অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করেছেন, সাকিবকে গ্রেপ্তার করা হবে না।

সাকিব বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন। প্রথম টেস্টে বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১৫ রান করেছেন তিনি। সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে আমিনুল হক মন্তব্য করেন যে, সাকিব একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভুল করেছেন। তিনি মনে করেন, সাকিব ইচ্ছা করলেই নির্বাচনটি এড়াতে পারতেন।

আমিনুল হক নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘খেলা থেকে অবসর নিয়ে আমি রাজনীতি করেছি, যেখানে সাকিব ও মাশরাফি জাতীয় দলের খেলা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছেন।’

তবে তিনি আশা করেন সাকিব যেন তার মতো নির্যাতন বা হয়রানির শিকার না হন।

সাবেক ফুটবল অধিনায়ক আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কেউ হয়রানির শিকার হবে না। সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া, সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X