চোট, নিষ্প্রভ ও বিতর্কিত একটি মৌসুম কাটিয়েই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। সৌদি আরবের ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে পাবেন সাবেক লিভারপুল তারকা সেনেগালিজ তারকা।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিও মানেকে আল নাসরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে চার বছরের চুক্তিতে আল নাসরে যোগ দেন সেনেগাল তারকা। ১০ নম্বর জার্সিতে মাঠে নামবেন মানে।
বেশ কিছুদিন ধরেই সৌদিতে পাড়ি জমানোর গুঞ্জন চলছিল সাদিও মানের। গত মৌসুমে চোট ও বিতর্কের ভিতর দিয়েই বায়ার্ন অধ্যায় কাটে মানের। এ ছাড়া সতীর্থ লেরয় সানেকে ঘুসি মারেন ৩১ বছর বয়সী ফুটবলার। বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন জানিয়েছিলেন, ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি মানে। সবশেষ বায়ার্ন কোচ টমাস টুখেল বলেছিলেন, বায়ার্ন ছাড়ার সিদ্ধান্তই হবে মানের জন্য সেরা সমাধান।
২০২২ সালে ইংলিশ জায়ান্ট লিভারপুল থেকে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখে পাড়ি জমান সাদিও মানে। মূলত রবার্ট লেভানদভস্কির শূন্যস্থান পূরণ করতে সেনেগালিজ ফরোয়ার্ডকে দলে আনে বায়ার্ন। তবে লেভানদভস্কির অভাব পূরণ করতে পারেনি মানে। বাভারিয়ান ক্লাবটিতে ৩৮ ম্যাচ খেলে মাত্র ১২ গোলের পাশাপাশি ৮ গোলে অ্যাসিস্ট করেন মানে।
পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্রোয়াট মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ, ব্রাজিলিয়ান ফুলব্যাক অ্যালেক্স টেলেস ও আইভরিয়ান মিডফিল্ডার সেকো ফোফানাকে আল নাসরে সতীর্থ হিসেবে পাবেন সাদিও মানে।
মন্তব্য করুন