স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে পড়ে মৌসুম শেষ বার্সা গোলকিপার টের স্টেগেনের

পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন টের স্টেগেন। ছবি : সংগৃহীত
পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন টের স্টেগেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় রোববারের ম্যাচে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করেছে বার্সেলোনা। তবে দাপুটে এই জয়ের ম্যাচে বড় দুঃসংবাদও পেয়েছে কাতালানের ক্লাবটি। ম্যাচটিতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার প্রথম পছন্দের গোলকিপার ও অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের। এবার আশঙ্কা করা হচ্ছে গুরুতর হাঁটুর ইনজুরিতে আট মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন তিনি। যদি তা হয় তবে এই মৌসুমে আর মাঠে নামা হবে না জার্মান এই গোলকিপারের।

৩২ বছর বয়সী টের স্টেগেন ভিয়ারিয়ালের এস্টাদিও দে লা সেরামিকায় কর্নার ধরার সময় ভুলভাবে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের সাহায্য চান। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করা হয়। তাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয় আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য।

স্প্যানিশ সংবাদিমাধ্যম আরএসি১ এবং ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক ধারণায় বলা হচ্ছে যে টের স্টেগেন প্রায় আট মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন, যা তার ২০২৪/২৫ মৌসুমকে কার্যত শেষ করে দেবে। ইনজুরির সম্পূর্ণ মূল্যায়ন এখনও চলমান, তবে বার্সেলোনার ম্যানেজার হান্সি ফ্লিক ইনজুরির গুরুত্ব সম্পর্কে বলেন, ‘মার্কের অবস্থা ভালো নয়... আমি মনে করি ইনজুরিটি গুরুতর, তবে আমাদের সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।’

টের স্টেগেনের ইনজুরি বার্সেলোনার জন্য একটি বড় ধাক্কা, যারা এই মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছে, লা লিগায় টানা ছয়টি ম্যাচ জিতেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে রবার্ট লেভানডভস্কি এবং রাফিনহার দুটি করে গোল এবং পাবলো তোরের একটি গোল ছিল মূল আকর্ষণ। তবে টের স্টেগেনের দীর্ঘমেয়াদী অনুপস্থিতির আশঙ্কা জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে।

এদিকে টের স্টেগেনের ইনজুরির পর বার্সেলোনার ইনজুরি তালিকা ক্রমশ বাড়ছে, যেখানে টের স্টেগেনের সাথে রোনাল্ড আরাউহো, আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন, ফ্রেংকি ডি ইয়ং, গাভি, ফারমিন লোপেজ এবং দানি ওলমোও বাইরে রয়েছেন।

টের স্টেগেন সম্ভবত মৌসুমের বাকি অংশ মিস করতে চলেছেন, ফলে বার্সেলোনা তার ব্যাকআপ গোলরক্ষক ইনাকি পেনার উপর নির্ভর করতে হবে, যিনি আগেও টের স্টেগেনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। পেনা বার্সেলোনার পরবর্তী লা লিগা ম্যাচে গেটাফের বিপক্ষে বুধবার শুরুর একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X