স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে পড়ে মৌসুম শেষ বার্সা গোলকিপার টের স্টেগেনের

পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন টের স্টেগেন। ছবি : সংগৃহীত
পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন টের স্টেগেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় রোববারের ম্যাচে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করেছে বার্সেলোনা। তবে দাপুটে এই জয়ের ম্যাচে বড় দুঃসংবাদও পেয়েছে কাতালানের ক্লাবটি। ম্যাচটিতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার প্রথম পছন্দের গোলকিপার ও অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের। এবার আশঙ্কা করা হচ্ছে গুরুতর হাঁটুর ইনজুরিতে আট মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন তিনি। যদি তা হয় তবে এই মৌসুমে আর মাঠে নামা হবে না জার্মান এই গোলকিপারের।

৩২ বছর বয়সী টের স্টেগেন ভিয়ারিয়ালের এস্টাদিও দে লা সেরামিকায় কর্নার ধরার সময় ভুলভাবে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের সাহায্য চান। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করা হয়। তাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয় আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য।

স্প্যানিশ সংবাদিমাধ্যম আরএসি১ এবং ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক ধারণায় বলা হচ্ছে যে টের স্টেগেন প্রায় আট মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন, যা তার ২০২৪/২৫ মৌসুমকে কার্যত শেষ করে দেবে। ইনজুরির সম্পূর্ণ মূল্যায়ন এখনও চলমান, তবে বার্সেলোনার ম্যানেজার হান্সি ফ্লিক ইনজুরির গুরুত্ব সম্পর্কে বলেন, ‘মার্কের অবস্থা ভালো নয়... আমি মনে করি ইনজুরিটি গুরুতর, তবে আমাদের সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।’

টের স্টেগেনের ইনজুরি বার্সেলোনার জন্য একটি বড় ধাক্কা, যারা এই মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছে, লা লিগায় টানা ছয়টি ম্যাচ জিতেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে রবার্ট লেভানডভস্কি এবং রাফিনহার দুটি করে গোল এবং পাবলো তোরের একটি গোল ছিল মূল আকর্ষণ। তবে টের স্টেগেনের দীর্ঘমেয়াদী অনুপস্থিতির আশঙ্কা জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে।

এদিকে টের স্টেগেনের ইনজুরির পর বার্সেলোনার ইনজুরি তালিকা ক্রমশ বাড়ছে, যেখানে টের স্টেগেনের সাথে রোনাল্ড আরাউহো, আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন, ফ্রেংকি ডি ইয়ং, গাভি, ফারমিন লোপেজ এবং দানি ওলমোও বাইরে রয়েছেন।

টের স্টেগেন সম্ভবত মৌসুমের বাকি অংশ মিস করতে চলেছেন, ফলে বার্সেলোনা তার ব্যাকআপ গোলরক্ষক ইনাকি পেনার উপর নির্ভর করতে হবে, যিনি আগেও টের স্টেগেনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। পেনা বার্সেলোনার পরবর্তী লা লিগা ম্যাচে গেটাফের বিপক্ষে বুধবার শুরুর একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

সৌম্যদের অধিনায়কের দায়িত্ব পেলেন মোহাম্মদ মিঠুন

স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় হোতাসহ গ্রেপ্তার ৭

বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী / ‘বিদ্রোহী কবি’, ‘প্রেমের কবি’, ‘সাম্যের কবি’র প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা 

ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না? চেষ্টা করুন এই ৬ উপায়

অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন

১০

ভক্তদের সঙ্গে নামের অক্ষর খেলায় মেতেছেন মেহজাবীন

১১

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

১২

‘স্যার সময়মতো ক্লাসে আসেন না’ বলায় ৩৩ ছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক

১৩

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

১৪

টানা ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে যেসব এলাকায়

১৫

বয়স বাড়লেও ব্রেন ঝকঝকে রাখার ৪ উপদেশ নিউরোলজিস্টদের

১৬

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত : প্রিন্স

১৭

শুল্ক কার্যকর হলো আজ, কীভাবে সামলাবেন মোদি?

১৮

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৯

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

২০
X