চলতি বছরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে পর্তুগিজ মহাতারকাকে অনুসরণ করে করিম বেনজামো, এনগলো কন্তে, সাদিও মানে, রিয়াদ মাহরেজ ও জর্দান হেন্ডারসনের মতো তারকা ফুটবলাররা পাড়ি জমিয়েছেন মরুর দেশে। এ নিয়ে মন্তব্য করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি মনে করেন, অর্থ-সম্পদের লোভেই সৌদিতে যাচ্ছেন ফুটবলাররা।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি বলেন, ‘খেলার জন্য নয় বরং সম্পদের লোভে সৌদিতে যাচ্ছেন ফুটবলাররা।’
লাপোর্তা বলেন, ‘যখন একজন খেলোয়াড় সম্মানের সঙ্গে সেখানে (সৌদি আরব) যাচ্ছেন, তখন সেখানে খেলাধুলায় প্রাধান্য পায় না। আপনি এটাও জানেন, সেখানে অন্যান্য কারণ অগ্রাধিকার পাচ্ছে। কিন্তু একজন পেশাদার ফুটবলারকে অবশ্যই অন্যান্য কারণগুলোর চেয়ে ফুটবলকে অগ্রাধিকার দিতে হবে।’
বার্সা সভাপতি আরও বলেন, ‘সৌদি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি। তারা অনেক প্রতিভাবান খেলোয়াড়কে সৌদিতে নিয়েছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ফুটবল ব্যক্তিগত কোনো খেলা নয়; এটি একটি দলগত খেলা। তবে এটি ঠিক প্রতিভাবান খেলোয়াড়রা ফুটবলকে প্রচার করেন এবং ভক্তদের খুশি করতে পারেন। কারণ তাদের প্রতিভা রয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না প্রতিভার চেয়েও দলের অগ্রাধিকার অনেক বেশি।’
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, সৌদি প্রো লিগ ইউরোপ থেকে ফুটবলারদের দলে টানতে যে লোভনীয় প্রস্তাব দিচ্ছে তাতে তিনি চিন্তিত। এবার সৌদি লিগ নিয়ে মন্তব্য করলেন ইউরোপের প্রভাবশালী ক্লাব বার্সেলোনার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তো।
মন্তব্য করুন