স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল কোচের মাথায় হাত!

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত

শনিবার রাতটি ব্রাজিল জাতীয় ফুটবলের দলের জন্য দুঃস্বপ্নের মতো। ইংল্যান্ডে ইনজুরিতে পড়েন দলের সেরা গোলকিপার অ্যালিসন বেকার। আর স্পেনে চোট পান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

আসছে আগামী সপ্তাহে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে মূল একাদশে সেরা দুই তারকার ইনজুরিতে মাথায় হাত ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের।

শনিবার (৫ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে ইনজুরিতে পড়েন অ্যালিসন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় ৩২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান গোলকিপারকে। গত ১ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ইনজুরিতে পড়লেন তিনি।

ম্যাচ শেষে লিভারপুরের কোচ আর্নে স্লটের কথা কষ্ট পাবেন ব্রাজিল সমর্থকরা। তিনি জানান দ্রুতই ফেরার সম্ভাবনা নেই অ্যালিসনের, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)।’

এ সময় অলরেডদের ডাচ কোচ আরও বলেন, ‘সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।’

একই রাতে স্পেনে ইনজুরিতে পড়েছেন দলের তরুণ ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে কাঁধ ও ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি জানান ভিনিসিয়ুসের চোটও গুরুত্বর হতে পারে। তবে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর চোটের ধরণ জানা যাবে বলে জানা স্প্যানিশ ক্লাবটির ইতালিয়ান কোচ। ভিনির অবস্থা জানা না গেলেও এটা নিশ্চিত ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দুটি ম্যাচে খেলতে পারবেন না অ্যালিসন। বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টায় বিশ্বকাপ বাছাই পর্বে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

এর পাঁচ দিন পর, বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় সেলেসাওদের প্রতিপক্ষ পেরু। এ দুই ম্যাচের জন্য গোলকিপার হিসেবে বিকল্প কাউকে খুঁজতে হবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে। আর ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও একই শঙ্কা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিলের। ৮ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে রয়েছে সেলেসাওরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দুঃশাসনে নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা: ডা. রফিক

ভারতের নজরদারিতে ১১ কোটি ডলারের ব্রিটিশ যুদ্ধবিমান

ক্রিস্টাল আইসসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

ছবিতে প্রথমে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই

বিজিবিতে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও করা যাবে আবেদন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

সাতসকালে ঝরল ৩ প্রাণ

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড 

জাতীয় উদ্যানে হাতির হামলায় প্রাণ গেল দুই নারী পর্যটকের

১০

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায় 

১১

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান সরকারের পাশে রাশিয়া

১২

নাতি-নাতিকে দুনিয়াছাড়া ও ছেলের বউকে গণধর্ষণের হুমকি দিয়ে ডাকাতের চিঠি

১৩

‘গাজায় ৮৫ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল’

১৪

এসএসসি পাস না করা শামীম পরিচয় দিতেন ব্যারিস্টার

১৫

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

১৬

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

আসামির হুমকি / ‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’

২০
X