স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল কোচের মাথায় হাত!

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত

শনিবার রাতটি ব্রাজিল জাতীয় ফুটবলের দলের জন্য দুঃস্বপ্নের মতো। ইংল্যান্ডে ইনজুরিতে পড়েন দলের সেরা গোলকিপার অ্যালিসন বেকার। আর স্পেনে চোট পান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

আসছে আগামী সপ্তাহে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে মূল একাদশে সেরা দুই তারকার ইনজুরিতে মাথায় হাত ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের।

শনিবার (৫ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে ইনজুরিতে পড়েন অ্যালিসন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় ৩২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান গোলকিপারকে। গত ১ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ইনজুরিতে পড়লেন তিনি।

ম্যাচ শেষে লিভারপুরের কোচ আর্নে স্লটের কথা কষ্ট পাবেন ব্রাজিল সমর্থকরা। তিনি জানান দ্রুতই ফেরার সম্ভাবনা নেই অ্যালিসনের, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)।’

এ সময় অলরেডদের ডাচ কোচ আরও বলেন, ‘সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।’

একই রাতে স্পেনে ইনজুরিতে পড়েছেন দলের তরুণ ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে কাঁধ ও ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি জানান ভিনিসিয়ুসের চোটও গুরুত্বর হতে পারে। তবে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর চোটের ধরণ জানা যাবে বলে জানা স্প্যানিশ ক্লাবটির ইতালিয়ান কোচ। ভিনির অবস্থা জানা না গেলেও এটা নিশ্চিত ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দুটি ম্যাচে খেলতে পারবেন না অ্যালিসন। বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টায় বিশ্বকাপ বাছাই পর্বে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

এর পাঁচ দিন পর, বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় সেলেসাওদের প্রতিপক্ষ পেরু। এ দুই ম্যাচের জন্য গোলকিপার হিসেবে বিকল্প কাউকে খুঁজতে হবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে। আর ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও একই শঙ্কা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিলের। ৮ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে রয়েছে সেলেসাওরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ, আবেদন শুরু আজ

শহীদ জিয়াই জাতির মহানায়ক : মীর হেলাল 

‘তুমি ছাড়া কোনো নারীকে স্পর্শ করিনি’

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

টিভিতে আজকের যত খেলা

রাজধানীতে আজ কোথায় কী

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

১১

৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

বাংলাদেশের বিষয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

১৪

জুমার নামাজে মসজিদে হামলা, প্রাণ গেল মুসল্লির

১৫

স্বেচ্ছায় না গেলে শরণার্থীদের যেভাবে নির্বাসিত করবে জার্মানি

১৬

কাকরাইল গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

১৭

এনসিপিতে যোগ দিয়ে যে ব্যাখ্যা দিলেন যুবলীগ নেতা

১৮

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

২০
X