স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের। একে তো জাতীয় দলের খেলা বাদ দিয়ে নাইট ক্লাবে যাওয়ার কারণে সমালোচিত হয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবল তারকা। এবার অবশ্য তার বিরুদ্ধে এলো আরও গুরুতর অভিযোগ।

ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে সুইডেনে এক ধর্ষণের অভিযোগে মামলায় পুলিশের তদন্তের আওতায় এসেছেন। সুইডেনের স্থানীয় এক পত্রিকা তার সাম্প্রতিক সফরের পর এ খবর প্রকাশ করেছে। তবে রিয়াল মাদ্রিদের এই তারকা এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছেন।

সুইডিশ পত্রিকা এক্সপ্রেসেনের তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী এমবাপ্পে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন। যদিও এমবাপ্পে এবং তার ঘনিষ্ঠরা এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

সুইডিশ আইন অনুসারে, তদন্তের ক্ষেত্রে সন্দেহের মাত্রা বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। এখানে ‘যৌক্তিক সন্দেহ’ হলো নিম্নতম মাত্রার সন্দেহ।

এদিকে, সুইডিশ পত্রিকা আফতনব্লাদেট প্রথমে জানিয়েছিল যে, স্টকহোমের সেন্টারে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পুলিশে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তখন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়নি। পরে এক্সপ্রেসেন পত্রিকা দাবি করে, এ ঘটনায় এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এমবাপ্পে তার সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে চলমান বিরোধের কারণে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। এটি খুবই অনুমানযোগ্য যে, শুনানির আগে এ ধরনের খবর ছড়ানো হলো।’

এমবাপ্পে বর্তমানে পিএসজির কাছ থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া দাবির জন্য লিগ কমিটির শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার আইনি দল এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে, সুইডিশ পুলিশ জানিয়েছে, তারা অক্টোবরের ১০ তারিখে স্টকহোমের কেন্দ্রে একটি অপরাধের অভিযোগ পেয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে তারা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

প্রসঙ্গত, কিলিয়ান এমবাপ্পে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে পিএসজিতে সাত বছর কাটিয়েছেন এবং তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

আজ ঢাকায় বইছে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস

কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে : গুম কমিশন

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিল ইসরায়েল

সমর্থকদের চমকে দিয়ে অধিনায়কের নাম জানাল ঢাকা ক্যাপিটালস

৬ ঘণ্টা ধরে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

দীর্ঘ ১৮ বছর পর প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত স্কুলশিক্ষক

বরিশালে বাস ভাঙচুর, ডিসি কার্যালয়ে বিক্ষোভ

আজ রাজধানীর কোথায় কী?

১০

২০২৫ সালে সিরিয়ার শিবির ছেড়েছে তিন হাজারের বেশি পরিবার

১১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১২

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু

১৩

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

১৪

অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

১৭

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

১৮

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

১৯

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

২০
X