ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে ক্রমেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সৌদি প্রো লিগ। এরই মধ্যে ইপিএল, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সেরি আ লিগের শীর্ষ তারকাদের দলে ভিড়িয়েছে সৌদির ক্লাবগুলো। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনো, সাদিও মানেরা সৌদিতে পাড়ি জমালেও সৌদিকে না বলে দিয়েছে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
সৌদি প্রো লিগকে জমজমাট করার মেগা পরিকল্পনা হিসেবে এবার আফ্রিকান ফুটবল সুপারস্টার মোহাম্মদ সালাহকে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। তবে করিম বেনজেমা-কন্তের ক্লাবকে না বলে দিয়েছেন মিশরের এই ফরোয়ার্ড।
সৌদির সংবাদমাধ্যম আল রিয়াদিয়াহ দাবি করেছে, লিভারপুল স্ট্রাইকার সালাহর জন্য ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল ইত্তিহাদ। তবে ৩১ বছর বয়সী মিশর তারকা প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। গত মৌসুমে অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত খেলার চুক্তি নবায়ন করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সালাহ’র এজেন্ট রামি আব্বাস লিখেন, ‘আমরা যদি লিভারপুল ছাড়ার চিন্তা করতাম তাহলে গত মৌসুমে অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে আরও তিন মৌসুমের চুক্তি নবায়ন করতাম না। তা ছাড়া মোহাম্মদ সালাহ অলরেডদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
২০১৭ সালে ইতালির এ এস রোমা থেকে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। অলরেডদের হয়ে এখন পর্যন্ত ২১৮ ম্যাচে ১৩৭ গোল করেন। লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ সম্ভাব্য সব শিরোপা জিতেছেন সালাহ।
মন্তব্য করুন