কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসে ইসরায়েলি সমর্থকদের বেধড়ক পেটালেন ফিলিস্তিনপন্থিরা

খেলার সময় প্রদর্শন করা ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত
খেলার সময় প্রদর্শন করা ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সমর্থকদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এ সময় ইসরায়েলি সমর্থকদের ব্যাপক পিটিয়েছেন ফিলিস্তিনপন্থিরা। নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগের টিমল ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্সের মধ্যকার ম্যাচের সময় এ সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে জোহান ক্রুইফ এরিনার বাইরে অ্যাজাক্স আমস্টারডাম এলাকায় এ সংঘর্ষ হয়েছে। আল জাজিরার সাংবাদিক স্টেপ ভায়েসেন বলেন, গত কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে এ সংঘর্ষ হয়েছে।

তিনি জানান, ম্যাকাবি তেল আবিবের শত শত সমর্থক আমস্টারডামে আসেন। এ সময় প্রধান চত্বরে সমাবেশ করেন। সমাবেশে ইসরায়েলি পতাকা উড্ডয়ন করা হয় এবং ফিলিস্তিনের একটি পতাকা অবনমিত করা হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০ ইসরায়েলি আহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশেষ বিমানে করে ইসরায়েলি নাগরিকদের দেশের ফেরানো হবে।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন নেতানিয়াহু। তিনি ডাচ সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষায় দ্রুত ও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তবে বিবৃতিতে ঘটনার সঠিক কারণ বা বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আমস্টারডাম পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি ও ডাচ রাজনীতিবীদরাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পুলিশ জানিয়েছে, একাধিক সহিংস ঘটনার তারা তদন্ত শুরু করেছে। তবে এতে বৃহস্পতিবার রাতের সহিংসতায় আহত বা আটক ব্যক্তিদের সম্পর্কে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি।

এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন ডাচ প্রধানমন্ত্রী ডিক শোফ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ইসরায়েলিদের ওপর অগ্রহণযোগ্য হামলা হয়েছে। এ হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X