স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালে ফিরছেন রামোস!

সার্জিও রামোস। ছবি : সংগৃহীত
সার্জিও রামোস। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ডিফেন্স বর্তমানে বড় ধরনের সংকটের মুখে। ক্লাবের প্রধান ডিফেন্ডার এডার মিলিতাও সম্প্রতি বড় ধরনের ইনজুরিতে পড়েছেন, যার ফলে রিয়াল মাদ্রিদের বোর্ড দ্রুত এই শূন্যস্থান পূরণে বিকল্পের সন্ধান করছে। এ পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সার্জিও রামোসের নাম। ক্লাবের জন্য একটি ঐতিহাসিক আইকন হিসেবে বিবেচিত এই খেলোয়াড়কে পুনরায় দলে ফেরানোর চিন্তা ক্লাব বোর্ডের পাশাপাশি ভক্তদের মধ্যেও বিশেষ সাড়া ফেলেছে।

সার্জিও রামোস, বর্তমানে কোনো ক্লাবে না থাকায় এবং সেভিয়া ছেড়ে আসার পর ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে রামোস দীর্ঘ সময় ক্লাবের সঙ্গে কাটিয়েছেন এবং নিজেকে একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই গুণাবলির জন্য তিনি মাদ্রিদের ক্যাপ্টেন হয়েছিলেন এবং ক্লাবের দর্শকদের অন্তরে বিশেষ স্থান করে নিয়েছেন। তাছাড়া, তার ইউরোপীয় প্রতিযোগিতায় অভিজ্ঞতা এবং রিয়াল মাদ্রিদের খেলার ধাঁচ ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে, যা এই মুহূর্তে ক্লাবের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে।

রামোসের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু আবেগ নয়, বরং খেলার বাস্তব প্রয়োজনেও কাজ করতে পারে। যদিও তার বয়স বর্তমানে ৩৮ বছর, তবু তিনি শারীরিকভাবে সুস্থ এবং উচ্চপর্যায়ের ফুটবলে খেলার যোগ্যতা ধরে রেখেছেন। মাঠে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্লাবের জন্য এক নতুন মাত্রা যোগ করতে পারে। রামোস তরুণ খেলোয়াড়দের পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারেন এবং এই সংকটময় মুহূর্তে দলের ডিফেন্সকে স্থিতিশীলতা এনে দিতে সক্ষম।

স্প্যানিশ গণমাধ্যম ফিচাজেসের প্রতিবেদন অনুসারে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রামোসের জন্য এক বছরের চুক্তির পরিকল্পনা করছেন। ক্লাব বোর্ড এবং রামোস উভয়ই এই চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। মাদ্রিদে ১৬ বছর কাটানোর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার সম্ভাবনায় রামোস স্বভাবতই সাড়া দিয়েছেন।

এই পরিস্থিতিতে, রামোসের ফেরা কেবল ক্লাবের একসময়ের অধিনায়ককে ফিরিয়ে আনার রোমাঞ্চই নয়, বরং তা রিয়াল মাদ্রিদের ডিফেন্সের শক্তি ও অভিজ্ঞতার ঘাটতি পূরণে একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ করছে লেবানন

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু 

রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সর্বজনীন দিকনির্দেশনা : মনিরুল হক চৌধুরী

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

১৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

১২০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

১২

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

১৩

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

১৪

বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার

১৫

পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা / ‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

১৬

রোববার থেকে শুনানি শুরু / আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

১৭

কানের দুলের জন্য প্রাণ গেল শিশু হাফসার

১৮

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

১৯

হঠাৎ মহাসড়কে বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

২০
X