স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সা কোচের গলায় গোল বাতিলের আক্ষেপ

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

বার্সেলোনার স্বপ্নের ফর্মে ছেদ পড়েছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। চলতি মৌসুমে লা লিগায় এটা বার্সেলোনার দ্বিতীয় হার। তবে রেফারি ভুল না করলে ম্যাচটা ড্র হতে পারত বলে মনে করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

চলতি মৌসুমে বার্সার হয়ে দুরন্ত ফর্মে আছেন রবার্ট লেভানডভস্কি। প্রায় প্রতি ম্যাচেই তিনি গোল করছেন। রোববারও গোল করেছিলেন। কিন্তু ভার প্রযুক্তিতে বাতিল হয়। ম্যাচের ১৩ মিনিটেই গোল করেছিলেন লেভানডভস্কি। বিতর্ক শুরু এখান থেকেই। খালি চোখে অবশ্য ঠিক গোলই মনে হচ্ছিল। তা ছাড়া লা লিগার ভার প্রযুক্তি অসম্পূর্ণ। ওটা আসলে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। তাতে ভার-এর মতো নিখুঁতভাবে বোঝা মুশকিল। ভার রিপ্লেতে দেখা যায়, রেফারি সোসিয়েদাদের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডের গোড়ালিকে লেভানডভস্কির জুতো ভেবে অফসাইড কল করছেন।

বার্সার গোল বাতিলের পর ৩৩ মিনিটের মাথায় সোসিয়েদাদকে এগিয়ে দেন শেরাল্ডো বেকার। এ গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। হারের জন্য নিজেদের দায়ী করে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘ওরা খুব জমাট ফুটবল খেলছিল। এই মৌসুমে আমরা প্রতি ম্যাচে গোল করেছি; কিন্তু এই ম্যাচে পারিনি। দিনটা আমাদের খারাপ গেছে। একটা দিন এমন হতেই পারে। কিন্তু নিজেদের দোষেই আমরা হেরেছি। আরও ভালো খেলা উচিত ছিল।’

বার্সা কোচ ফ্লিক অবশ্য ভারে গোল বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তিনি বলেছেন, ‘তার সঙ্গে কথা বলেছি লেভানডভস্কির বাতিল হওয়া গোলটি নিয়ে। গোলটি না দিয়ে তারা ভুল করেছেন। ছবি দেখেছি আমি এবং গোলটি বৈধ ছিল। এই গোল না দেওয়া মানে স্রেফ পাগলামো। পরিষ্কার গোল এটি এবং গোলটি যদি ধরা হতো, আমাদের জন্য ম্যাচটি ভিন্ন হতে পারত।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের এটি মেনে নিতেই হবে। কারণ আমরা সবাই মানুষ এবং ভুল সবাই করি। আজকেরটি ছিল বড় ভুল।’ বার্সেলোনার কোচ বলেন, ‘আজ (রোববার) দিনটি আমাদের ছিল না। ফলাফল আমাদের মেনে নিতেই হবে, কারণ তারা কার্যকর ফুটবল খেলেছে। এটা পরিষ্কার, এখানে কোনো ভুল নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। শুরুটা ভালো করেছিলাম আমরা। তখন খুশিই ছিলাম আমি। তবে পরে আমরা খেই হারাই এবং ওরা গোল করে। আমরা কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছি মাঠে। তবে এটাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে গেছে ভিকির জীবন

যশোরে নিখোঁজ পুলিশ সদস্য, ২২ দিন পর মরদেহ মিলল পঞ্চগড়ে

ময়মনসিংহের সেই ঘটনায় গ্রেপ্তার ৭

সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়

একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে : কালাম

সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর

জানাজার নামাজের নিয়ম, দোয়া ও ফজিলত

বিএনপি নেতার ঘরে তালা মেরে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল শিশুর

পদ্মার ১৮ কেজির কাতল ৩৮ হাজার টাকায় বিক্রি

১০

হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা

১১

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

ঢাকার তাপমাত্রা আজ কেমন থাকবে

১৪

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ছায়ানট

১৫

গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করেছে আমিরাত

১৬

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

১৭

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

১৮

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

১৯

লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

২০
X