স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সা কোচের গলায় গোল বাতিলের আক্ষেপ

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

বার্সেলোনার স্বপ্নের ফর্মে ছেদ পড়েছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। চলতি মৌসুমে লা লিগায় এটা বার্সেলোনার দ্বিতীয় হার। তবে রেফারি ভুল না করলে ম্যাচটা ড্র হতে পারত বলে মনে করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

চলতি মৌসুমে বার্সার হয়ে দুরন্ত ফর্মে আছেন রবার্ট লেভানডভস্কি। প্রায় প্রতি ম্যাচেই তিনি গোল করছেন। রোববারও গোল করেছিলেন। কিন্তু ভার প্রযুক্তিতে বাতিল হয়। ম্যাচের ১৩ মিনিটেই গোল করেছিলেন লেভানডভস্কি। বিতর্ক শুরু এখান থেকেই। খালি চোখে অবশ্য ঠিক গোলই মনে হচ্ছিল। তা ছাড়া লা লিগার ভার প্রযুক্তি অসম্পূর্ণ। ওটা আসলে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। তাতে ভার-এর মতো নিখুঁতভাবে বোঝা মুশকিল। ভার রিপ্লেতে দেখা যায়, রেফারি সোসিয়েদাদের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডের গোড়ালিকে লেভানডভস্কির জুতো ভেবে অফসাইড কল করছেন।

বার্সার গোল বাতিলের পর ৩৩ মিনিটের মাথায় সোসিয়েদাদকে এগিয়ে দেন শেরাল্ডো বেকার। এ গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। হারের জন্য নিজেদের দায়ী করে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘ওরা খুব জমাট ফুটবল খেলছিল। এই মৌসুমে আমরা প্রতি ম্যাচে গোল করেছি; কিন্তু এই ম্যাচে পারিনি। দিনটা আমাদের খারাপ গেছে। একটা দিন এমন হতেই পারে। কিন্তু নিজেদের দোষেই আমরা হেরেছি। আরও ভালো খেলা উচিত ছিল।’

বার্সা কোচ ফ্লিক অবশ্য ভারে গোল বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তিনি বলেছেন, ‘তার সঙ্গে কথা বলেছি লেভানডভস্কির বাতিল হওয়া গোলটি নিয়ে। গোলটি না দিয়ে তারা ভুল করেছেন। ছবি দেখেছি আমি এবং গোলটি বৈধ ছিল। এই গোল না দেওয়া মানে স্রেফ পাগলামো। পরিষ্কার গোল এটি এবং গোলটি যদি ধরা হতো, আমাদের জন্য ম্যাচটি ভিন্ন হতে পারত।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের এটি মেনে নিতেই হবে। কারণ আমরা সবাই মানুষ এবং ভুল সবাই করি। আজকেরটি ছিল বড় ভুল।’ বার্সেলোনার কোচ বলেন, ‘আজ (রোববার) দিনটি আমাদের ছিল না। ফলাফল আমাদের মেনে নিতেই হবে, কারণ তারা কার্যকর ফুটবল খেলেছে। এটা পরিষ্কার, এখানে কোনো ভুল নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। শুরুটা ভালো করেছিলাম আমরা। তখন খুশিই ছিলাম আমি। তবে পরে আমরা খেই হারাই এবং ওরা গোল করে। আমরা কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছি মাঠে। তবে এটাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

বহিষ্কার ও গণপদত্যাগে সংকটে মুন্সীগঞ্জ বিএনপি

নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

‘মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত’

শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুবের জামায়াতে যোগদান

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

১০

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

১১

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

১২

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

১৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

১৪

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

১৫

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

১৬

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

১৭

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১৮

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১৯

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

২০
X