বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সা কোচের গলায় গোল বাতিলের আক্ষেপ

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

বার্সেলোনার স্বপ্নের ফর্মে ছেদ পড়েছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। চলতি মৌসুমে লা লিগায় এটা বার্সেলোনার দ্বিতীয় হার। তবে রেফারি ভুল না করলে ম্যাচটা ড্র হতে পারত বলে মনে করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

চলতি মৌসুমে বার্সার হয়ে দুরন্ত ফর্মে আছেন রবার্ট লেভানডভস্কি। প্রায় প্রতি ম্যাচেই তিনি গোল করছেন। রোববারও গোল করেছিলেন। কিন্তু ভার প্রযুক্তিতে বাতিল হয়। ম্যাচের ১৩ মিনিটেই গোল করেছিলেন লেভানডভস্কি। বিতর্ক শুরু এখান থেকেই। খালি চোখে অবশ্য ঠিক গোলই মনে হচ্ছিল। তা ছাড়া লা লিগার ভার প্রযুক্তি অসম্পূর্ণ। ওটা আসলে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। তাতে ভার-এর মতো নিখুঁতভাবে বোঝা মুশকিল। ভার রিপ্লেতে দেখা যায়, রেফারি সোসিয়েদাদের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডের গোড়ালিকে লেভানডভস্কির জুতো ভেবে অফসাইড কল করছেন।

বার্সার গোল বাতিলের পর ৩৩ মিনিটের মাথায় সোসিয়েদাদকে এগিয়ে দেন শেরাল্ডো বেকার। এ গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। হারের জন্য নিজেদের দায়ী করে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘ওরা খুব জমাট ফুটবল খেলছিল। এই মৌসুমে আমরা প্রতি ম্যাচে গোল করেছি; কিন্তু এই ম্যাচে পারিনি। দিনটা আমাদের খারাপ গেছে। একটা দিন এমন হতেই পারে। কিন্তু নিজেদের দোষেই আমরা হেরেছি। আরও ভালো খেলা উচিত ছিল।’

বার্সা কোচ ফ্লিক অবশ্য ভারে গোল বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তিনি বলেছেন, ‘তার সঙ্গে কথা বলেছি লেভানডভস্কির বাতিল হওয়া গোলটি নিয়ে। গোলটি না দিয়ে তারা ভুল করেছেন। ছবি দেখেছি আমি এবং গোলটি বৈধ ছিল। এই গোল না দেওয়া মানে স্রেফ পাগলামো। পরিষ্কার গোল এটি এবং গোলটি যদি ধরা হতো, আমাদের জন্য ম্যাচটি ভিন্ন হতে পারত।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের এটি মেনে নিতেই হবে। কারণ আমরা সবাই মানুষ এবং ভুল সবাই করি। আজকেরটি ছিল বড় ভুল।’ বার্সেলোনার কোচ বলেন, ‘আজ (রোববার) দিনটি আমাদের ছিল না। ফলাফল আমাদের মেনে নিতেই হবে, কারণ তারা কার্যকর ফুটবল খেলেছে। এটা পরিষ্কার, এখানে কোনো ভুল নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। শুরুটা ভালো করেছিলাম আমরা। তখন খুশিই ছিলাম আমি। তবে পরে আমরা খেই হারাই এবং ওরা গোল করে। আমরা কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছি মাঠে। তবে এটাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X