কোনো প্রতিযোগিতার ফাইনাল আসলেই জাদুকরের ভূমিকায় অবতীর্ণ হন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। কোপা আমেরিকা, ফিনালিসিমা, কাতার বিশ্বকাপরে ফাইনালে গোলের পর সবশেষ পর্তুগিজ সুপার কাপের ফাইনালে গোল করে বেনফিকাকে শিরোপা জেতালেন আলবিসেলেস্তে তারকা।
বুধবার (৯ আগস্ট) এস্তাদিও মিউনিসিপ্যাল ডি আভেইরো স্টেডিয়ামে পর্তুগিজ সুপার কাপের ফাইনালে এফসি পোর্তোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেনফিকা। আর্জেন্টিনার জার্সিতে টানা তিনবার ফাইনালে গোল করা ডি মারিয়ার সঙ্গে অন্য গোলটি করেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পিটার মুসা।
ম্যাচের শুরু থেকেই শারীরিক শক্তি প্রদর্শন করে খেলতে থাকে দুদল। কোনা দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বেনফিকা। ম্যাচের ৬১তম মিনিটে অর্কুন কোকসুর পাস থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ৬৮ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ ক্রোয়াট ফরোয়ার্ড পিটার মুসা।
২-০ তে পিছিয়ে থাকা পোর্তো আর ম্যাচে ফিরতে পারেনি, উল্টো ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখেন অধিনায়ক পেপে। প্রতিপক্ষ ফুটবলারকে পেছন থেকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পুরো ম্যাচে ১২টি হলুদ কার্ডের সঙ্গে দুটি লাল কার্ড দেখান পর্তুগিজ রেফারি লুইস গোডিনহো।
২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন ডি মারিয়া। ২০২২ সালে ফিনালিসিমায় ইতালির বিপক্ষেও জালের দেখা পান ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও প্রথম গোলটি করেন এই বেনফিকা তারকা।
মন্তব্য করুন