স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কোমায় চলে গেলেন মাঠে অচেতন হওয়া ফিওরেন্তিনা ফুটবলার

এডোয়ার্ডো বোভে। ছবি : সংগৃহীত
এডোয়ার্ডো বোভে। ছবি : সংগৃহীত

ইন্টার মিলানের বিপক্ষে রোববার অনুষ্ঠিত সিরি ‘আ’ ম্যাচে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ফিওরেন্তিনার মিডফিল্ডার এডোয়ার্ডো বোভে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং ম্যাচটিও তখনই স্থগিত করা হয়। হাসপাতালে নেওয়ার পর ২২ বছর বয়সী ফুটবলার অবশ্য কোমায় চলে গেছেন।

২২ বছর বয়সী বোভে মাঠে পড়ে যাওয়ার পর তার সতীর্থরা দ্রুত চিকিৎসার জন্য মেডিকেল স্টাফদের ডাক দেন। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং ফ্লোরেন্সের কেয়ারেগি হাসপাতালে ভর্তি করা হয়।

ফিওরেন্তিনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডোয়ার্ডো বোভে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। প্রাথমিক কার্ডিওলজিকাল এবং নিউরোলজিক্যাল পরীক্ষায় গুরুতর ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাকে ২৪ ঘণ্টা পর পুনরায় মূল্যায়ন করা হবে।’

‘স্কাই ইতালিয়া’ জানিয়েছে, অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় বোভে জ্ঞান ফিরে পান এবং নিজে শ্বাস নিতে সক্ষম হন।

বোভের এই অবস্থার খবর পেয়ে তার পরিবার, প্রেমিকা, ফিওরেন্তিনার কোচ রাফায়েল পল্লাদিনো, বেশিরভাগ সতীর্থ এবং ক্লাবের পরিচালকরা হাসপাতালে উপস্থিত হন। এমনকি ফ্লোরেন্স শহরের মেয়রও হাসপাতালে যান। ফিওরেন্তিনার ভক্তরাও হাসপাতালে এসে জড়ো হন।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৬তম মিনিটে। বোভে তার বুটের ফিতা বাঁধার সময় হঠাৎ করে মাটিতে পড়ে যান। ভিএআর চেকের পরপরই খেলা স্থগিত করা হয়। খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

ম্যাচটি তখন ০-০ অবস্থায় ছিল। ঘটনাটি ঘটে যাওয়ার পরপরই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টার চেয়ারম্যান জিউসেপে মারোত্তা এ বিষয়ে বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে ফুটবল একত্রিত হয়। সকল খেলোয়াড় এবং রেফারি মিলে খেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। এটি খুবই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত ছিল।’

বোভের সুস্থতা কামনা করে বিভিন্ন সিরি আ ক্লাব বার্তা পাঠিয়েছে। জুভেন্টাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, ‘আমরা সবাই তোমার পাশে আছি, এডোয়ার্ডো!’। লিগের শীর্ষে থাকা নাপোলি লিখেছে, ‘শক্ত থাকো এডোয়ার্ডো, আমরা তোমার সঙ্গে আছি!’

উল্লেখ্য, এটি এই বছরে সিরি আ-তে কোনো খেলোয়াড় মাঠে অজ্ঞান হয়ে পড়ার দ্বিতীয় ঘটনা। এর আগে রোমার ডিফেন্ডার ইভান নডিকাও এপ্রিলে উদিনেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন এমন ঘটনার শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

কুলাউড়া সরকারি কলেজ / পাঁচ দশক পর প্রথম পুনর্মিলনীতে নবীন-প্রবীণদের মিলনমেলা

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে “স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে”

স্কুলব্যাগের মধ্যে ছিল শক্তিশালী বোমা, অতঃপর...

খালের চরে পুঁতে রাখা হয় যুবকের লাশ

যেসব খাবার কখনোই ফ্রিজে রাখবেন না

পাসপোর্ট ছাড়া ঘরে বসেই যেভাবে পাবেন ডুয়েল কারেন্সি কার্ড

শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

১০

ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা

১১

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই

১২

প্রস্তাব পেলে বাংলাদেশের কোচ হবেন কি না জানালেন মিকি আর্থার

১৩

রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

১৪

জাপা-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

১৫

ইন্টারনেট নিয়ে গ্রাহকদের বড় সুখবর দিল বিটিসিএল

১৬

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

১৭

আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৮

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে প্রার্থী মোবিন

১৯

কুমিল্লা-২ আসন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আবেদন

২০
X