স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:৫৩ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

বড় জয়ে সেমিতে মেসির মায়ামি

মায়ামির খেলোয়াড়দের সাথে লিওনেল মেসির গোল উদ্‌যাপন। ছবি : সংগৃহীত
মায়ামির খেলোয়াড়দের সাথে লিওনেল মেসির গোল উদ্‌যাপন। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি যোগদানের পর থেকে হারের বৃত্তে থাকা মেজর লিগ সকারের তলানির দল ইন্টার মায়ামির যেন চেহারাই পাল্টে গেছে। লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় এবার লিগস কাপ শিরোপার আরো কাছে মায়ামি। কোয়ার্টার ফাইনালে শার্লট এফসির বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি। দলের পক্ষে গোল করেন জোসেফ মার্তিনেজ, রবার্ট টেলর এবং লিওনেল মেসি। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।

শনিবার (১২ আগস্ট) ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শার্লট এফসির বিপক্ষে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে নামে মায়ামি। ম্যাচের প্রথমার্ধেই সেমির পথে অনেকটাই এগিয়ে যায় মেসির দল।

ম্যাচের ১২ মিনিটেই লিড পায় মায়ামি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। মায়ামিতে যোগ দেয়ার পর এই নিয়ে টানা দ্বিতীয়বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাননি মেসি। নিঃস্বার্থভাবে বল তুলে দিয়েছেন সতীর্থ জোসেফ মার্টিনেজের হাতে। প্রথমার্ধের ৩২ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেলর। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টাটা মার্টিনোর দল।

ঘরের মাঠে অপ্রতিরোধ্য ফুটবল খেলা মায়ামি বল দখল থেকে শুরু করে আক্রমণ সবকিছুতেই এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দ্বিতীয়ার্ধের খেলাযও একই ধার ধরে রাখে মায়ামি। তবে শার্লটও আক্রমণে পিছিয়ে ছিল না। মেজর লিগের দলটি প্রতি আক্রমণের সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পায়নি। উল্টো তৃতীয় গোলের হুঙ্কার দিচ্ছিল বারবার মায়ামি।

ইন্টার মায়ামির প্রাণভোমড়া মেসি একাধিকবার প্রতিপক্ষ রক্ষণে হুমকি তৈরি করেন। ৬৯ মিনিটে ডি–বক্সের ভেতর বল পেয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী মহাতারকা। কিন্তু তাঁর নেওয়া শট শালর্ট খেলোয়াড়ের পায়ে লেগে বাইরে চলে যায়। তবে মেসি গোল না পেলেও তাঁর তৈরি করা আক্রমণ থেকেই তৃতীয় গোলটি আদায় করে নেয় ইন্টার মায়ামি। পাল্টা আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় শার্লট।

তবে দলের তিন গোলের পরও মেসি গোল না পেলে কি হয়! অবশেষে কিছুটা অপেক্ষা করিয়েই ইন্টার মায়ামির দর্শকদের গোল উপহার দেন মেসি ম্যাচের ৮৭ মিনিটে। ডি–বক্সের ভেতর বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ইন্টার মায়ামি অধিনায়ক। তাঁর এই গোলেই নিশ্চিত হয় মায়ামির ৪–০ গোলের বড় জয়। আর এই জয়ে ইন্টার মায়ামি পৌঁছে গেছে লিগস কাপের সেমি ফাইনালে।

শেষ পর্যন্ত টানা ৫ ম্যাচে গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের সেমিতে নিয়ে গেলেন মেসি। এই ম্যাচে করা এক গোলসহ ইন্টার মায়ামির জার্সিতে মেসির বর্তমান গোল সংখ্যা এখন ৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

ড. রেজা কিবরিয়াকে শোকজ

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

তিন দফা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১০

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

১১

‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

১২

ইসিতে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রার্থীর

১৩

যুবদলের দুই কমিটি বিলুপ্ত

১৪

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

১৫

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

১৬

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

১৭

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

১৮

শীতে ত্বক কেন চুলকায়

১৯

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

২০
X