স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার সাইনিং নিয়ে লা লিগাকে ক্লাবগুলোর আইনি হুমকি

দানি ওলমোকে নিয়ে বেশ জটিল অবস্থায় পড়েছে বার্সেলোনা। ছবি : সংগৃহীত
দানি ওলমোকে নিয়ে বেশ জটিল অবস্থায় পড়েছে বার্সেলোনা। ছবি : সংগৃহীত

ক্রমেই সিনেমার পর্যায়ে চলে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দুই ফুটবলার দানি ওলমো ও পাউ ভিক্টোরকে নিবন্ধন করার প্রক্রিয়া। বারবার নিবন্ধন করতে চেয়েও ব্যর্থ হচ্ছে কাতালানরা। তবে এখনও হ্যান্সি ফ্লিকের দল আশায় আছে দুই খেলোয়াড়কে নিবন্ধন করার। তবে নিবন্ধন করতে পারলেও আবার বিপত্তি কারণ আর্থিক সমস্যায় থাকা বার্সা যদি খেলোয়াড়দের দলে নিতে পারে তবে লা লিগার বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে স্পেনের বাকি ক্লাবগুলো।

লা লিগায় বার্সেলোনার দুই নতুন খেলোয়াড়, দানি ওলমো এবং পাউ ভিক্টোরের নিবন্ধন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেভিয়া, অ্যাথলেটিক ক্লাব এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো স্প্যানিশ ক্লাবগুলো হুমকি দিয়েছে যে যদি বার্সেলোনাকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়, তারা আইনি পদক্ষেপ নিতে পারে।

বার্সেলোনার দাবি, ক্যাম্প ন্যুর ভিআইপি বক্স বিক্রয় থেকে প্রাপ্ত ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৩ মিলিয়ন পাউন্ড বা ১০৪ মিলিয়ন ডলার) আয় তাদের আর্থিক শর্ত পূরণ করে। তবে, লা লিগার নিবন্ধন ডেডলাইন ইতোমধ্যে পেরিয়ে গেছে। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসকে অন্যান্য ক্লাবগুলো এই বিষয়ে কঠোর হতে বলেছে।

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম স্পোর্ট জানিয়েছে যে বেশ কয়েকটি ক্লাব অভিযোগ তুলেছে, বার্সেলোনার প্রতি পক্ষপাতিত্ব দেখানো হচ্ছে। তারা দাবি করছে যে, এর আগে এমন ঘটনার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদি এবার ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা লিগের স্বচ্ছতা ও ন্যায্যতায় আঘাত হানবে।

অনেক ক্লাব এ বিষয়ে আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত। তারা এমনকি এই মৌসুমের লিগকে বাতিল করার জন্য একটি প্রস্তাব পেশ করার কথা ভাবছে। অভিযোগ করা হচ্ছে যে বার্সেলোনা কর্তৃপক্ষ, বিশেষত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা, এই বিষয়টি তদারক করতে কৌশলী ভূমিকা পালন করছেন।

বার্সেলোনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিবন্ধন অনুমোদিত না হলে, ক্লাবের আর্থিক নীতিমালা এবং লাপোর্তার নেতৃত্ব নিয়ে আরও প্রশ্ন উঠতে পারে। একইসাথে, এই পরিস্থিতি লা লিগার ভবিষ্যৎ নিয়ম প্রয়োগের ক্ষেত্রে একটি নজির স্থাপন করবে।

স্প্যানিশ ফুটবলে এই বিরোধ ক্রমেই গভীর হচ্ছে। বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১০

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৩

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১৭

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১৮

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১৯

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

২০
X