স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটির শিরোপা বাতিল হলে পার্টি দিবেন ক্লপ

ইয়র্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
ইয়র্গেন ক্লপ। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুমে অন্যতম সেরা দ্বৈরথ ছিল ইয়র্গেন ক্লপের লিভারপুল ও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মধ্যকার লড়াই। পুরো মৌসুম জুড়েই প্রিমিয়ার লিগ শিরোপার জন্য দু’দলের লড়াই উপভোগ করেছে ভক্তরা। যে লড়াইয়ে মাত্র একবার জিতেছে লিভারপুল। তবে সম্ভাবনা আছে বাকি লড়াইগুলোতেও সিটির জয়ের পরেও হেরে যাওয়ার আর সেটি যদি হয় তাহলে পার্টি দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লপ।

ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের জন্য শিরোপা বাতিল হলে মায়োর্কায় পার্টি দেওয়ার ঘোষণা দিয়েছেন লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়র্গেন ক্লপ। তিনি জানিয়েছেন, সিটি আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী প্রমাণিত হলে নিজের বাগানে বন্ধুদের নিয়ে এই উৎসব করবেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ম্যানচেস্টার সিটির ১১৫টি আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য স্বাধীন কমিশনের কাছে পাঠায়। যদিও ক্লাবটি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

রেড বুলের গ্লোবাল সকার প্রধান হিসেবে প্রথম জনসমক্ষে বক্তব্য দিতে গিয়ে ক্লপকে জিজ্ঞাসা করা হয়, সিটি দোষী সাব্যস্ত হলে তার প্রতিক্রিয়া কী হবে। উত্তরে তিনি মজার সুরে বলেন, আমি তখন বলেছিলাম, ‘যদি এটা হয়, মাল্লোর্কার ফ্লাইট বুক করুন। আমি বিয়ার কিনব!’ আমাদের নিজের প্যারেড হবে আমার বাগানে।

ক্লপ আরও জানান, তিনি এই মামলার বিস্তারিত কিছু জানেন না এবং কখন রায় আসবে সেটাও তার জানা নেই।

ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, মোহাম্মদ সালাহ এবং ভার্জিল ভ্যান ডাইক—লিভারপুলের এই তিন তারকার চুক্তি মৌসুম শেষে শেষ হতে যাচ্ছে। ক্লপের উত্তরসূরি আর্নে স্লট প্রায়ই তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন।

ক্লপ মজার ছলে বলেন, ‘এই ধরনের প্রশ্ন এড়াতে পারায় আমি খুব খুশি। তবে আমি চাই ওরা সবাই চুক্তি বাড়াক।’

তিনি বিশেষভাবে সালাহকে লিভারপুলের আধুনিক যুগের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘আমি চাই সালাহ লিভারপুলেই থাকুক।’

গ্রীষ্মে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ক্লপ। তার মতে, ‘এই টুর্নামেন্ট একদম অপ্রয়োজনীয়। কোনো দল যদি এটি জিতেও যায়, তবে তারা সবচেয়ে ‘অসুখী বিজয়ী’ হবে।’

ক্লপ খেলাগুলোর সংখ্যা কমানোর পক্ষে জোর দিয়ে বলেন, ‘যে কোনো লিগে দলসংখ্যা ২০ থেকে ১৮ করা হলে ভালো হবে। একই সঙ্গে অন্যান্য টুর্নামেন্টেও ম্যাচ কমানো উচিত।’

ক্লপের মন্তব্য ও তার রসিকতাপূর্ণ বক্তব্য আবারও ফুটবল জগতে আলোচনার ঝড় তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

ফের বাড়ল স্বর্ণের দাম

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

বড় পর্দায় আসছেন প্রভা

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

১০

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

১১

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১২

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

১৩

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

১৪

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

১৫

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

১৬

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

১৭

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১৮

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১৯

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

২০
X