ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে জয় ছাপিয়ে এই ম্যাচ আলোচনায় এসেছে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার উত্তেজিত আচরণ। গ্যালারির দিকে এগিয়ে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে এক সমর্থককে ম্যানসিটির কোচ হতে বলেন সিটির মাস্টারমাইন্ড।
ইপিএলে নিউক্যাসল-ম্যানসিটির মধ্যকার ম্যাচের ৮২ মিনিটের ঘটনা। নিজেদের হোম গ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়ামে তখনও ১-০ গোলে এগিয়ে সিটিজেনরা। হঠাৎ করে গ্যালারির দিকে হেঁটে যান ম্যানসিটির কোচ গার্দিওলা। সেখানে গিয়ে সিটিজেনদের জার্সি পরিহিত এক সমর্থকের উদ্দেশে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতে দেখা যায়।
ঘটনার ব্যাখ্যা দিয়ে গার্দিওলা জানিয়েছেন, ‘কোনো বদলি খেলোয়াড় না নামানোয় সেই সমর্থক তার সমালোচনা করছিলেন। সেই জন্য আমি জবাব দিতে এগিয়ে গিয়েছিলাম। সে আমাকে বলছিল খেলোয়াড় বদল করতে। একজনকে তুলে নিতে এবং আরেকজনকে নামাতে। আমি জিজ্ঞেস করেছিলাম, কাকে করব, আমি তো জানি না। আমি তখন তাকে বলেছিলাম, তুমি এখানে আসো এবং করো।’
প্রথম ম্যাচে নবাগত বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেয় ম্যানসিটি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে ম্যাগপাইদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। তবে এদিন কোনো খেলোয়াড়কে বদলি হিসেবে নামাননি সিটি কোচ গার্দিওলা।
২০২২ সালেও ইপিএলে শুরুর একাদশ নিয়ে পুরো ম্যাচ শেষ করেছিলেন পেপ গার্দিওলা। এমনকি সেই সমর্থকদের সমালোচনার পরও নিজের অবস্থান বদলাননি এই স্প্যানিশ কোচ। এ ঘটনায় উল্টো সমর্থকদের কথা শুনিয়ে দেন সিটি কোচ।
মন্তব্য করুন