স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছয় ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগের অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

জয়ের পর পিএসজি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়ের পর পিএসজি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

বড় তারকা নেই, তবু রাজত্বে ছেদ নেই! কিলিয়ান এমবাপ্পে নেই, নেই কোনো গ্যালাক্টিকো ঝলক—তবু লুইস এনরিকের প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) প্রমাণ করে দিল, তারা শুধু নামেই বড় নয়, মাঠেও দুর্ধর্ষ। শনিবার অঁজেরের বিপক্ষে দেজিরে দোয়ের একমাত্র গোলে জয় তুলে নিয়ে ছয় ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা নিজেদের করে নিলো অপরাজিত পিএসজি।

এই জয়ে ৭৪ পয়েন্টে পৌঁছেছে পিএসজি, যেখানে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো সর্বোচ্চ ৭১ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে—তাদের বাকি ম্যাচ সব জিতলেও। ফলে মৌসুম শেষ হওয়ার ছয় ম্যাচ আগেই পয়েন্টের ব্যবধানে নিশ্চিত হয়ে যায় পিএসজির ১৩তম লিগ ওয়ান শিরোপা, যা ফ্রান্সের সর্বোচ্চ।

২০১৩ সালে ক্লাবে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস পেলেন নিজের ১০ম লিগ ওয়ান শিরোপা, যা একজন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মার্কিনিয়োস বলেন, ‘এটা সত্যিই পাগলামি! এত বছর ধরে একই ক্লাবে খেলে যাওয়া কঠিন, কিন্তু এই শিরোপাগুলো ইতিহাস হয়ে থাকবে।’

প্রথমার্ধে গোল না পেলেও একচ্ছত্র আধিপত্য দেখায় পিএসজি। ১১টি শটের প্রায় অর্ধেকই নেয় গনসালো রামোস। তবে কাঙ্ক্ষিত গোলটি আসে দ্বিতীয়ার্ধের দশ মিনিট পর। জানুয়ারিতে দলে যোগ দেওয়া খভিচা খভারাতস্কেলিয়ার দারুণ এক ক্রসে দুর্দান্ত ভলিতে গোল করেন ১৯ বছর বয়সী দেজিরে দোয়ে—এটা তার এবারের লিগের পঞ্চম গোল।

পরে এনরিক মাঠে নামান দলের সর্বোচ্চ গোলদাতা ওসমান দেম্বেলেকে, যিনি এখন পর্যন্ত ২১ গোল করেছেন। যদিও ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি, তবে ১-০ ব্যবধানই যথেষ্ট ছিল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসতে।

শেষ বাঁশি বাজার আগেই পুরো পার্ক দে প্রিন্স গর্জে ওঠে ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’ স্লোগানে।

কোচ লুইস এনরিক দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র দুটি লিগ ম্যাচ হেরেছে পিএসজি। এমবাপে রিয়ালে চলে যাওয়ার পর অনেকে ভেবেছিল পিএসজি হয়তো ছন্দ হারাবে। কিন্তু এনরিক প্রমাণ করেছেন, দলগত ঐক্য আর সুশৃঙ্খল কৌশল দিয়েও গড়া যায় চ্যাম্পিয়ন দল।

ম্যাচ শেষে পিএসজি ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটান এনরিক। এরপর পুরো দল মিলে কোচকে তুলে নাচিয়ে উল্লাসে মাতেন—চ্যাম্পিয়নদের প্রাপ্য আনন্দে।

নতুন করে গড়া দল, বড় তারকার অভাব—তবু অনন্য চ্যাম্পিয়ন পিএসজি। মাঠে হার না মানা মানসিকতা আর কৌশলগত দৃঢ়তা দিয়ে লিগ ওয়ানের একচ্ছত্র শাসক তারা। এবার লক্ষ্য ইউরোপের সেরা হওয়া, সামনে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। এখন দেখার পালা—এই চ্যাম্পিয়ন দলের পরবর্তী পদক্ষেপ কোথায় গড়ায়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্বার মণ্ডলের ওপর সত্যিই কি হামলা হয়েছে?

৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে ৪৩ অস্ট্রেলিয়ান সিনেটর-এমপির চিঠি

সুমনের বাগানে থোকায় থোকায় ঝুলছে ১৩ জাতের আঙুর

বর্ষার আগেই ডায়রিয়া ও জ্বরের প্রকোপ : চিকিৎসকের পরামর্শে কী কী করবেন না

পাকিস্তানের সেনাপ্রধানের পাওয়া ফিল্ড মার্শাল র‌্যাংক কী?

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাছুরের ওজন কম, বিতরণ না করে ফেরত দিলেন ইউএনও

আজ মেতে উঠুন ‘চায়ের আড্ডায়’

যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল

আসিফ-মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের

১০

হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

১১

মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

১২

ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ

১৩

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক

১৪

‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

১৫

সাদা পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড

১৬

গাজায় পুষ্টিহীনতা ও ওষুধের তীব্র সংকট, মৃত তিন শতাধিক

১৭

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৮

শেরপুরে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু

১৯

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

২০
X