স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমৃত্যু ফিলিস্তিনের সমর্থক ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা।  পুরোনো ছবি
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। পুরোনো ছবি

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা চলে গেছেন পাঁচ বছর আগেই, কিন্তু তার হৃদয়ের যে স্পষ্ট ভাষা ছিল, তা আজও বিশ্ববাসীর হৃদয়ে অনুরণিত হয়। তিনি শুধু মাঠের কিংবদন্তি ছিলেন না, ছিলেন নিপীড়িতের পক্ষে এক অনন্য কণ্ঠ। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এই আর্জেন্টাইন মহাতারকা বারবার গর্বভরে বলেছিলেন—‘আমার হৃদয়ে আমি ফিলিস্তিনি।’ আজ যখন ফিলিস্তিন আবার রক্তে ভাসছে, তখন ম্যারাডোনার সেই মানবিক অবস্থান আমাদের নতুন করে ভাবায়।

ম্যারাডোনা সবসময়ই ছিলেন খোলামেলা ও স্পষ্টবাদী। তিনি আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছিলেন বারবার। তার বন্ধুদের মধ্যে ছিলেন হুগো শ্যাভেজ, ফিদেল ক্যাস্ত্রো ও এভো মোরালেসের মতো নেতারা। তিনি জনসমক্ষে “অ্যান্টি-বুশ” লেখা টি-শার্ট পরেছিলেন, এমনকি ইসরায়েলের ফিলিস্তিনি নির্যাতনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে পিছপা হননি।

২০১২ সালে এক সাক্ষাৎকারে মারাদোনা বলেন, `আমি ফিলিস্তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল। আমি নির্ভয়ে ফিলিস্তিনের পক্ষে আছি।` ২০১৪ সালে গাজায় ইসরায়েলের সামরিক হামলায় হাজারো মানুষ নিহত হলে তিনি বলেন, 'ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যা কিছু করা হচ্ছে তা লজ্জাজনক।” একই বছর এক বিবৃতিতে তিনি জানান, “আমার হৃদয়ে আমি ফিলিস্তিনি।'

২০১৮ সালে রাশিয়ার মস্কোয় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে আবারও বলেন, 'আমিও একজন ফিলিস্তিনি।' সেই মুহূর্তে আবেগঘন আলিঙ্গনে ধরা পড়ে তার মানবিক দৃঢ়তা।

এমনকি ফিলিস্তিন জাতীয় দলের কোচ হওয়ার জন্য আলোচনায়ও ছিলেন তিনি। শুধু খেলা নয়, বিশ্ব রাজনীতি ও ন্যায়বিচারের প্রশ্নেও তার ছিল অগাধ আগ্রহ ও স্পষ্ট অবস্থান।

ম্যারাডোনার মৃত্যুতে হামাস থেকে শুরু করে বহু ফিলিস্তিনি নেতারা শোক প্রকাশ করেন। তারা বলেছিলেন, এই মহান খেলোয়াড় শুধুই ফুটবল নন, ছিলেন একজন প্রতিবাদী হৃদয়ের মানুষ।

আজ যখন গাজা রক্তাক্ত, তখন ম্যারাডোনার সেই কণ্ঠস্বর—"In my heart, I am Palestinian"—বিশ্ব বিবেককে আবার নাড়া দেয়। ফুটবলের মাঠের বাইরেও যে তিনি কত বড় খেলোয়াড় ছিলেন, তা ইতিহাস কখনো ভুলবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের সর্বোচ্চ গরমে পুড়ছে দেশ, দাবদাহ ভোগাবে আরও দুদিন

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

১০

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

১১

শাহবাগে নেই ছাত্রদল-বাম

১২

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

১৩

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

১৪

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

১৫

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

১৬

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১৭

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১৮

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৯

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

২০
X