নতুন মৌসুমের শুরুর আগেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এমএলএস লিগের দল ইন্টার মায়ামি এবং ব্রাজিলিয়ান নেইমার জুনিয়র সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। তবে এই দুই তারকা ক্লাব ছেড়ে যাওয়ায় ‘অসভ্য’ বলে দুয়ো দিয়েছে পিএসজি সমর্থকরা। এমনকি তাদের দল ত্যাগের ঘটনায় বেশ খুশিই হয়েছেন পার্ক দে প্রিন্সেসের সমর্থকগোষ্ঠী।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। মাত্র দুই মৌসুমেই হাঁপিয়ে উঠেন এই বিশ্বসেরা ফুটবলার। এমনকি ঘরের মাঠে নিজেদের সমর্থকদের কাছে দুয়ো শোনা, প্যারিসের রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ, বাড়ির সামনে হাঙ্গামা করা পর্যন্ত করেছিল পিএসজির সমর্থকরা। ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে এক প্রকার হাঁপ ছেড়ে বেঁচে যান মেসি।
২০১৭ সালে পিএসজিতে নাম লিখিয়েছিলেন আরেক বার্সা তারকা নেইমার। ২২২ মিলিয়ন ডলারে দলবদলের বাজারে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘ ছয় মৌসুম পর তিনিও মেসির মতো পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন আল হিলালে।
মেসি-নেইমার যেন প্যারিসের ক্লাবটিতে হাঁপিয়ে উঠেন একসঙ্গে। তবে শুধু তারা দুজনেই হাঁপিয়ে ওঠেননি। মেসি-নেইমারকে নিয়েও হাঁপিয়ে উঠেছিল পিএসজি সমর্থকগোষ্ঠী। ফুটবলের অন্যতম সেরা দুই তারকার প্যারিস ছাড়ার ঘটনায় অসভ্য কর্মকাণ্ড করে সেটাই বুঝিয়ে দিয়েছেন পিএসজি সমর্থকরা।
ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার ক্লাব ছেড়ে যাওয়ায় ব্যাপক সমালোচনা করেছে পিএসজি সমর্থকরা। গতকাল (শনিবার) লেন্সের বিপক্ষে ম্যাচে বিশাল ব্যানার নিয়ে স্টেডিয়ামে এসেছিল তারা। যেখানে ফরাসি ভাষায় লেখা ছিল, ‘নেইমার : অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে পিএসজির।’
শুধু নেইমার নয়, মেসি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর তাকেও ছাড়েনি পিএসজির সমর্থকরা। ইন্টার মায়ামির হোম ভেন্যু ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে বিশাল ব্যানার টানিয়েছিল প্যারিসের উগ্র সমর্থকরা। ব্যানারে সেই আর্জেন্টাইন অধিনায়ককে উদ্দেশ্য করে একই কথা লিখেছে। তারা লিখেছে, ‘মেসি : অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে পিএসজির’।
নেইমার পিএসজির হয়ে ৫টি ফ্রেঞ্চ লিগ ওয়ানসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন। মেসি ২ মৌসুমে জিতেছেন ২টি লিগ শিরোপা। তবে তারা পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিতে পারেনি।
মন্তব্য করুন