বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়ের মুখ হিসেবে উঠে এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই ২৭ বছর বয়সী মিডফিল্ডারের। মাঠে নামার আগেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে পাঠালেন আবেগভরা ভিডিও বার্তা।
বৃহস্পতিবার (৮ মে) বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিও বার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’
সামিতের জাতীয় দলে অন্তর্ভুক্তির প্রক্রিয়া ছিল দ্রুতগতির। ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে আসে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এর পরের দিনই মিলেছে বাংলাদেশের পাসপোর্ট। সবশেষে ৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়ার পরই সবুজ সংকেত মিলেছে দেশের জার্সিতে খেলার। সামিত কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যাঁরা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।’
বাংলাদেশি মা–বাবার সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডাতেই। ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার ঝুলিতে। যদিও তারপর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন তিনি। বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে।
শুধু জাতীয় দলে খেলার সুযোগ নয়, সামিতের বাংলাদেশে আগমনও নির্ধারিত হয়েছে। আগামী ৪ থেকে ৫ জুনের মধ্যে তার ঢাকায় আসার কথা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে অনুশীলন করে ১০ জুন মাঠে নামার প্রস্তুতি নিতে চান এই মিডফিল্ডার।
প্রবাসী ফুটবলারদের দিয়ে জাতীয় দল শক্তিশালী করার চিন্তা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন ভারতের বিপক্ষে। তারও আগে ২০১৩ সালে ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভূঁইয়া বাংলাদেশের হয়ে অভিষেক করেন এবং পরবর্তীতে দলের অধিনায়কত্বও করেন।
মন্তব্য করুন