স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গৌরবের বদলে গ্লানির গল্প: ম্যানসিটির ভুলে যাওয়ার মতো মৌসুম

হলান্ডের এই চেহারা যেন সিটির পুরো মৌসুমের প্রতিচ্ছবি। ছবি : সংগৃহীত
হলান্ডের এই চেহারা যেন সিটির পুরো মৌসুমের প্রতিচ্ছবি। ছবি : সংগৃহীত

যেখানে প্রত্যাশা ছিল ট্রফির বৃষ্টি, সেখানে হতাশা আর ব্যর্থতাই সঙ্গী হয়েছে। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির ২০২৪-২৫ মৌসুমটা রূপ নিয়েছে এক গৌরবহীন, গ্লানিতে ভরা অধ্যায়ে—যেটি ক্লাব ইতিহাসের অন্যতম ব্যর্থ অধ্যায় হিসেবে ধরা পড়বে নিঃসন্দেহে।

সিটির ঘরে এসেছে একমাত্র কমিউনিটি শিল্ড, গত আগস্টে। এরপর? কেবল হতাশার মিছিল। কারাবাও কাপে চতুর্থ রাউন্ডেই বিদায় টটেনহ্যামের কাছে, চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ ৩২-এ রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে বিদায়, এবং সবশেষে এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হার— অনেকদিন পর ট্রফিহীন মৌসুম গেল দলটির সঙ্গে।

শুরুর ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্র, মৌসুমটা একসময় মনে হচ্ছিল সিটির পকেটেই। কিন্তু এরপর থেকে শুরু হয় পতনের ঢাল। পরবর্তী ১৩ ম্যাচে জয় মাত্র একটিতে, বাকি ১২ ম্যাচে ৯ হার! এই সময় তারা হজম করেছে ২৮ গোল—প্রতি ম্যাচে গড়ে ২.১টি করে।

লিগ টেবিলে তারা এসে পড়ে ষষ্ঠ স্থানে, লিভারপুলের চেয়ে পিছিয়ে পড়ে ১৪ পয়েন্টে। ফলাফল? ব্যাকফুটে চলে যান গার্দিওলা, এবং শীতকালীন দলবদলে ওমর মারমুশ, নিকো গঞ্জালেস ও আবদুকোদির খুসানভ-এর মতো তিন খেলোয়াড়কে আনতে ক্লাব খরচ করে ১৭৫ মিলিয়ন ইউরো।

তবুও মোটেও কাঙ্ক্ষিত উন্নতি আসেনি। রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ৬-৩ ব্যবধানে ছিটকে পড়া, আর্সেনালের কাছে ৫-১ ও লিভারপুলের কাছে ২-০ হার, সব মিলিয়ে মৌসুমে বিষাদের রঙই ছিল বেশি।

এমনকি আর্জেন্টিনার ‘লিটল ডেভিল’ এচেভেরির অভিষেকেও কোনো রূপকথার জন্ম হয়নি। দুইটি পরিষ্কার সুযোগ মিস করেন এই উঠতি তারকা, এবং ফাইনালের পর কেঁদে ফেলেন মাঠেই।

তবে শেষ মুহূর্তে হাল না ছেড়ে, দলটি কিছুটা লড়াকু মনোভাব দেখায়। লিগের শেষ দুই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াই চলছে। সিটির সংগ্রহ ৬৫ পয়েন্ট, এক ম্যাচ কম খেলে তালিকায় ষষ্ঠ, পঞ্চম স্থানে থাকা নিউক্যাসল, ভিলা ও চেলসির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।

তাদের বাকি দুটি ম্যাচ:

২০ মে বনাম বোর্নমাউথ

২৫ মে বনাম ফুলহ্যাম

উল্লেখযোগ্যভাবে, সিটি খেলবে ২০২৫ ক্লাব বিশ্বকাপে—গ্রুপ জি-তে যেখানে প্রতিপক্ষ আল আইন, জুভেন্টাস ও উইদাদ কাসাব্লাঙ্কা। প্রথম ম্যাচ ১৮ জুন, মরক্কোর দল উইদাদের বিপক্ষে।

এক সময়কার ‘অপ্রতিরোধ্য’ সিটির মৌসুম শেষ হয়েছে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্স, ব্যর্থ রণকৌশল আর পেছনের দরজা দিয়ে ইউরোপে টিকে থাকার লড়াইয়ে। পেপ গার্দিওলার সামনে এখন সবচেয়ে কঠিন কাজ: নিজের দল, দর্শন ও নেতৃত্বকে নতুন করে গড়ে তোলা—আবার গৌরব ফেরাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

‘ভার্চুয়াল জগতে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই’

প্রথম ম্যাচেই দিল্লির একাদশে মোস্তাফিজ

ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’

জীবনে নায়িকাই হতে চাননি নুসরাত ফারিয়া

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান

যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত

পথচারী এবং সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

হাতকড়া ভেঙে পালাল হত্যা মামলার আসামি

উল্টে গেল সাংবাদিকদের বহনকারী বাস

১০

ঢাকায় আ.লীগের মিছিলের সময় আটক ১১

১১

৩৫ মণের ব্ল্যাক ডায়মন্ডের দাম ১২ লাখ টাকা

১২

হঠাৎ আলোচনায় কর্নেল সোফিয়ার যমজ বোন ড. শায়না

১৩

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের মামলায় রয়েছে যেসব তারকার নাম

১৪

ভূমি দখল-প্রতারণা-জালিয়াতিসহ দুর্নীতির নানা অভিযোগ মশিউরের বিরুদ্ধে 

১৫

স্থলপথে কেন বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, জানাল ভারত

১৬

টাঙ্গাইলে কৃষক হত্যায় মা-মেয়ের যাবজ্জীবন

১৭

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সুরক্ষা দরকার : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

১৮

দাবি আদায়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ব্যতিক্রমী প্রতিবাদ

১৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

২০
X