ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ে জ্বলল বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসের ফুটবলাররা । ছবি: সংগৃহীত
বসুন্ধরা কিংসের ফুটবলাররা । ছবি: সংগৃহীত

বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের গোল উৎসবের দিনে স্থগিত করা হলো এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা মোহামেডানের ম্যাচ।

রাকিব হোসেনের হ্যাটট্রিকে বসুন্ধরা কিংস ৭-২ গোলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে উড়িয়ে দিয়েছে। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে ৫-০ গোলে। রহমতেগঞ্জের বিরুদ্ধে ঝোড়ো শুরুর পর বৈরী আবহাওয়া ও আলোস্বল্পতার কারণে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার আগে মোহামেডান ২-১ গোলে এগিয়ে ছিল।

বড্ড দেরিতে জ্বলে উঠল বসুন্ধরা কিংস। লিগের শিরোপা ভাগ্য লেখা হয়ে গেছে। রানার্সআপ হওয়ার দৌড়ে অবশ্য এখনো আছে টানা পাঁচটি লিগ শিরোপাজয়ীরা। এ অবস্থায় মঙ্গলবার গাজীপুরে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিরুদ্ধে গোল উৎসবে মাতল হালের পরাশক্তিরা। উৎসবে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। ২২, ৬৮, ৭৭ ও ৮৮ মিনিটে চার গোল করেছেন ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। এ ম্যাচ দিয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন রাকিব হোসেন। রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাং ১৫ গোল করে শীর্ষে আছেন। মোহামেডানের সুলেমান দিয়াবাতে ও এমানুয়েল সানডে ১১ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। রাকিবের গোলসংখ্যা ১০। বসুন্ধরা কিংসের বাকি তিন গোল করেছেন আসরর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম। শান্ত টুডো ও তিয়াস দাস ফকিরেরপুলের হয়ে গোল দুটি করেছেন।

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দেখে বোঝা যায়নি ওয়ান্ডারার্সের ওপর দিয়ে অমন ঝড় বয়ে যাবে। অষ্টম মিনিটে গ্যাবনের আসান নিজে’র করা গোলে এগিয়ে ছিল ব্রাদার্স। বিরতির পর আরও চার গোল করে গোপীবাগের ক্লাবটি। সব কটিই করেছেন বিদেশিরা। এসময় জোড়া গোল করেন জাকারিয়া ডরবে। নিজের দ্বিতীয় গোল করেন আসান নিজে। আরেক গোল করেন সেনেগালিজ মোহাম্মদ দিয়ারা।

কুমিল্লা স্টেডিয়ামে ভরি বর্ষণের কারণে খেলা শুরু করতেই বিলম্ব হয়। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর শুরু হওয়া ম্যাচে মোহামেডান দারুণ সূচনা পায়। দ্বিতীয় মিনিটে মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ঐতিহ্যবাহী ক্লাবটিকে এগিয়ে দেন। পঞ্চম মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। দশম মিনিটে রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান ঘানার গোলমেশিন স্যামুয়েল বোয়েটাং। ১০ মিনিটের মধ্যে চলতি লিগের শীর্ষ গোলদাতার লড়াইয়ে থাকা তিন ফুটবলারের লক্ষ্যভেদে দারুণ জমে উঠেছিল ম্যাচ। কিন্তু খেলা ১৬ মিনিট গড়ানোর পর বাধল বিপত্তি। কালো মেঘে ঢেকে যায় আকাশ। আলোস্বল্পতার কারণে ম্যাচ বাতিল করতে বাধ্য হন রেফারি আনিসুর রহমান সাগর। স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ আগামীকাল অনুষ্ঠিত হবে। কুমিল্লা স্টেডিয়ামে ১৬ মিনিটের পর থেকে বাকি সময় লড়বে দুই দল। খেলা শুরু হবে দুপুর ১টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে সেতু ভেঙে পড়া নিয়ে প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

যমজ দুই ভাইয়ের বিস্ময়কর কীর্তি, স্বপ্ন মেরিন অফিসার

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

ছুটির দিনেও খোলা থাকবে কাস্টম হাউস

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মাদক কারবার / মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫

১০

ময়মনসিংহে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১১

১১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২

১৩

আইনজীবীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তা কারাগারে

১৪

আমিরের নেতৃত্বে চীনের উদ্দেশে জামায়াত প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

১৫

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার, নেপথ্যে

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াত আমিরের আহ্বান

১৮

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

১৯

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

২০
X