স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন না ইংল্যান্ড, কোথায় যাচ্ছেন এমবাপ্পে?

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

অনেক কাঠখড় পুড়িয়ে কিলিয়ান এমবাপ্পেকে ধরে রেখেছিল ফরাসি জায়ান্ট পিএসজি। সবশেষ চুক্তির শর্ত অনুযায়ী ফ্রেঞ্চ ক্লাবটির নীতিনির্ধারক বনে গিয়েছিলেন তিনি। এমনকি ফ্রান্সের রাষ্ট্রপতি নিজেও এমবাপ্পেকে প্যারিসে থাকার অনুরোধ করেছেন। কিন্তু এরপরও মন ভরছে না তার।

পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এমবাপ্পের। দুই পক্ষের সম্মতিতে সুযোগ রয়েছে চুক্তি আরও এক বছর বাড়ানোর। তবে নবায়ন তো দূরের কথা, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফ্রান্স ছাড়ার কথা ভাবছেন কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা এই ফুটবলার।

১৮০ মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফিতে ২০১৮ সালে মোনাকো থেকে পিএসজিতে আসেন এই তারকা। তার বেতন-ভাতাসহ অন্যান্য খাতে পিএসজির খরচ হয় কাড়ি কাড়ি অর্থ। আর এত টাকা খরচ করেও মেসি, নেইমার, এমবাপ্পের বিশ্বসেরা ফরোয়ার্ড লাইন নিয়েও সুখী ছিল না ফরাসি জায়ান্টরা।

পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি। আসছে দলবদলেও ক্লাব ছাড়তে চান আরেক তারকা নেইমারও। এবার এমবাপ্পেও ক্লাব ছাড়ার ঘোষণায় তারকাশূন্য হয়ে পড়ছে পিএসজি।

এখন প্রশ্ন হলো- ফরাসি ক্লাব ছেড়ে কোথায় যাচ্ছেন এমবাপ্পে? গত দুই গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে হট টপিক ছিলে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দানের ইস্যু। গত বছর প্রায় সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালে না এসে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান এমবাপ্পে।

এই আচরণে ফরাসি তারকার ওপর বেশ নাখোশ হন মাদ্রিদ ভক্তরা। তবে বারবার হতাশ করলেও এমবাপ্পেকে কিনতে রিয়াল আবারও ঝাপিয়ে পড়বে বলে গুঞ্জন রয়েছে। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ও দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফাব্রিজিও রোমানো।

তবে রিয়ালে আসার ক্ষেত্রে এমবাপ্পের সবচেয়ে বড় বাধা হতে পারে তার বেতন। এমবাপ্পের পেছনে মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ ব্যয় হয় পিএসজির। তাই রিয়ালে আসতে হলে বেতন কমিয়ে আসতে হবে ফরাসি তারকাকে।

রিয়ালের পাশাপাশি এমবাপ্পের জন্য আগ্রহী হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইংলিশ জায়ান্টরাও। ইংলিশ গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পেকে দলে ভেরাতে এরমধ্যেই আলোচনা শুরু করেছে এই দুই ক্লাব।

বরাবরই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের কথা বলে এসেছেন এমবাপ্পে। তবে বছরের পর বছর ধরে ইউরোপ সেরার মঞ্চে ব্যর্থতার কারণে পিএসজি ছাড়ার কথা ভাবছেন তিনি।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম ক্লাব রিয়ালে আসার স্বপ্নের কথাও বলেছেন অনেকবার।

তবে সব অঙ্ক আর ধাঁধা মিলিয়ে আগামী মৌসুমে কোন ক্লাবে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই তারকাকে তা চূড়ান্ত হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

আজ রোদের দেখা মিলবে কি না যা জানা গেল

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

রবিউলের লাশ ফেরত দিল বিএসএফ

জকসু নির্বাচন : ক্যাম্পাসে কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তারা

১০

ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়

১১

ঢাকায় দিনের তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

১২

বিশ্ববিদ্যালয়ের হলে নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিন পালন, ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শাহ সুলতান কলেজে বাস উপহার দিচ্ছেন তারেক রহমান

১৫

ব্যস্ত সকালে সহজ কিছু নাশতার আইডিয়া

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

১৮

৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন চলছে

২০
X