স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

উয়েফার শাস্তির মুখে বার্সা, কাটা হতে পারে পয়েন্ট!

বার্সেলোনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
বার্সেলোনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় ফের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কাঠগড়ায় বার্সেলোনা। লা লিগা চ্যাম্পিয়ন হিসেবে ২০২৫–২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করলেও, স্প্যানিশ জায়ান্টরা এবার শাস্তির মুখোমুখি হতে পারে উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতিমালার পুনরাবৃত্ত লঙ্ঘনের কারণে। শাস্তির রূপ কী হতে পারে—তা নিয়ে জল্পনা তুঙ্গে।

দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে নিজেদের টেলিভিশন সম্প্রচারের ১০ শতাংশ স্বত্ব বিক্রি করে যে অর্থ আয় করেছিল বার্সেলোনা, সেটিকে “অন্য পরিচালন আয়” হিসেবে দেখিয়েছিল ক্লাবটি। কিন্তু উয়েফা বলছে, এটি “অদৃশ্য সম্পদের ক্ষতি” হিসেবে গণ্য হওয়া উচিত ছিল—যা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নির্ধারক হিসেবে বৈধ নয়।

উল্লেখ্য, এ বিষয়ে আগে একবার ৫ লাখ ইউরো জরিমানা করেছিল উয়েফা। এরপর আবারও ১৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করে আনুমানিক ৪০০ মিলিয়ন ইউরো আয় করে বার্সেলোনা, যেটি একইভাবে হিসাবপত্রে উপস্থাপন করা হয়। ফলে, উয়েফা এবার তাদের ওপর আরও কঠোর শাস্তি আরোপের বিষয়ে ভাবছে।

বারবার একই অনিয়মে জড়ানোয়, উয়েফা এবার বার্সেলোনার বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে:

  • চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমিয়ে দেওয়া – পুরো স্কোয়াড রেজিস্টার করতে না পারলে কোচ হান্সি ফ্লিকের কৌশলগত পরিকল্পনায় বড় প্রভাব পড়বে।
  • আগের তুলনায় বড় অঙ্কের আর্থিক জরিমানা – ৫ লাখ ইউরোর চেয়ে অনেক বেশি জরিমানা ধার্য করা হতে পারে।
  • চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট কাটা – যদিও এমন শাস্তি খুবই বিরল, কিন্তু গুরুতর অনিয়মে উয়েফা এই পদক্ষেপ নিতেও পিছপা হবে না।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টায় থাকা বার্সেলোনার জন্য এসব শাস্তি মারাত্মকভাবে ক্ষতিকর হতে পারে।

বার্সেলোনার পাশাপাশি চেলসি ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও তদন্ত চলছে। তবে তারা প্রথমবারের মতো এমন অভিযোগের মুখে, ফলে শাস্তি তেমন গুরুতর হবে না বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু বার্সার ক্ষেত্রে সমস্যা হলো—তারা আগেও একই অপরাধ করেছে এবং ক্রীড়া আদালত থেকেও আগের শাস্তি বাতিল করাতে ব্যর্থ হয়েছে।

যেখানে মাঠে বার্সেলোনা শিরোপা জিতছে, সেখানে মাঠের বাইরে তাদের পুনরাবৃত্ত আর্থিক কৌশল যেন নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উয়েফা এবার কী সিদ্ধান্ত নেয়, তা শুধু কাতালান ক্লাবের ইউরোপীয় মৌসুমই নয়, সমগ্র ক্লাব কাঠামোর ভবিষ্যৎ দিক নির্ধারণ করে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পাঙাস সাড়ে ২৩ হাজারে বিক্রি

সিলেট-ঢাকা মহাসড়কে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প

‘প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি’

বিবিসির বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে যে কারণে গ্রেপ্তার করা যাবে না

স্বাস্থ্য পরামর্শ / নতুন আতঙ্কের নাম জিকা ভাইরাস

এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যদি…

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু, যুদ্ধ বন্ধের প্রত্যাশা

‘সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ’

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

১০

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

১১

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

১২

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

১৩

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

১৪

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

১৫

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

১৬

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

১৭

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

১৮

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১৯

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

২০
X