স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে এবার ক্লাব বিশ্বকাপে শুরুতেই চাপে ফেলে দিয়েছে তাদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র, এরপর দ্বিতীয় ম্যাচেও স্কোয়াডে জায়গা হবে না এমবাপ্পের। তবে দলের কোচ জাবি আলোনসো জানালেন, ক্লাবের আশা—শেষ ম্যাচেই ফিরবেন ফরাসি তারকা।

গত সপ্তাহে গ্যাস্ট্রোএনটেরাইটিসে (পাকস্থলীতে সংক্রমণ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এমবাপ্পেকে। এরপর দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গেলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি রয়ে গেছেন ফ্লোরিডার পাম বিচে ট্রেনিং বেসেই।

শনিবার এক সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘সে এখন অনেকটাই সুস্থ। দুই দিন আগে হাসপাতাল থেকে ফিরেছে। ধীরে ধীরে সেরে উঠছে এবং প্রতিদিনই আমরা আশাবাদী হচ্ছি যে, শেষ ম্যাচে সালজবুর্গের বিপক্ষে তাকে ফিরে পাবো।’

গ্রুপ এইচ-এর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবুর্গ। এর আগেই রিয়াল তাদের দ্বিতীয় ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হচ্ছে মেক্সিকান ক্লাব পাচুকার।

এমবাপ্পে না থাকলেও আল-হিলালের বিপক্ষে একমাত্র গোলটি করে আলো ছড়িয়েছেন ২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া। তবে দল হিসেবে এখনো কাঙ্ক্ষিত ছন্দে আসেনি লস ব্লাঙ্কোসরা। এমন অবস্থায় কোচ আলোনসোর হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল, বিশেষ করে গত মৌসুমে কোনো শিরোপা না পাওয়ার পর।

আলোনসো যোগ দিয়েছেন সদ্য বিদায়ী কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে। এরই মধ্যে ডিন হুইসেন এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে দ্রুত দলে টেনে এনেছে মাদ্রিদ। এ ছাড়া রিভারপ্লেটের প্রতিভাবান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুনোকে আগামী আগস্টে দলে ভেড়ানোর চুক্তিও সম্পন্ন হয়েছে।

আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের শার্লটের ‘ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে’, স্থানীয় সময় দুপুর ৩টায়। সেখানে তাপমাত্রা থাকবে ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি। ম্যাচের সময়সূচি নিয়ে কথা বলেছেন গোলকিপার থিবো কোর্তোয়া।

‘ইউরোপে, বিশেষ করে গ্রীষ্মে খেলা হয় সন্ধ্যায়। এখানে দুপুরে খেলাটা শরীরের পক্ষে ভালো নয়। ইউরোপিয়ান দর্শকদের সময় মেনে খেলা হচ্ছে, বুঝি; কিন্তু এটা খেলোয়াড়দের জন্য আদর্শ নয়।’

রিয়াল মাদ্রিদ যদি আজ পাচুকার বিপক্ষে জয় পায়, তবে গ্রুপের শেষ ম্যাচে সালজবুর্গের বিপক্ষে এমবাপ্পের ফেরাটা হতে পারে নকআউট পর্ব নিশ্চিত করার লড়াই। তাই এমবাপ্পের সুস্থ হয়ে ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা—আর রিয়ালের শিরোপা স্বপ্নের সম্ভাব্য পুনর্জাগরণের চাবিকাঠিও হতে পারে সেটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

থানায় হানা দিয়ে পুলিশের কুকুরের ঘাড় কামড়ে নিয়ে গেল চিতাবাঘ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১০

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

১১

প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিল ৫ গোল

১২

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৩

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

১৪

ব্রোকেন হার্ট সিন্ড্রোম

১৫

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন

১৬

নতুন ভবনের দাবি : কর্মচারীদের ফ্ল্যাটে রাত্রিযাপন ঢাবি শিক্ষার্থীদের

১৭

প্রতিদিনের শেভিংয়ের সঙ্গে বেশি বয়সে চোখের সমস্যার সম্পর্ক কতটুকু

১৮

হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

১৯

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

২০
X