লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই শুরু হয়েছে বিতর্ক। আগামী ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের নির্ধারিত সময় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্লাবটি। ক্লাব বিশ্বকাপে খেলার কারণে ঠিকমতো বিশ্রামের সুযোগ না পাওয়ায় তারা ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য লা লিগাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম 'কাদেনা সের' জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ম্যাচটি আগামী ২৯ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিতে চায়। এই দাবিতে তাদের পাশে দাঁড়িয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) এবং ওসাসুনা ক্লাবও। পাশাপাশি স্প্যানিশ ফুটবলারদের সমিতি (AFE) বলেছে, নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের কমপক্ষে তিন সপ্তাহের বিশ্রাম এবং তিন সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতি সময় দিতে হবে। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের ব্যস্ত শিডিউলে রিয়াল মাদ্রিদ এই সময়সীমা রক্ষা করতে পারছে না।
মজার ব্যাপার হলো, লা লিগা এখনও আনুষ্ঠানিকভাবে রিয়ালের চিঠি হাতে পায়নি বলে জানিয়েছে। তবে, প্রয়োজন হলে তারা রিয়ালের অভিযোগ খতিয়ে দেখবে এবং চুক্তি ও নিয়মের আলোকে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
স্প্যানিশ ফুটবল সমিতি ইতোমধ্যে লা লিগা ও ফেডারেশনকে যৌথভাবে চিঠি পাঠিয়েছে এবং খেলোয়াড়দের সঠিক বিশ্রাম নিশ্চিত করতে একটি সমন্বিত তারিখ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
ক্লাব বিশ্বকাপে দারুণ সাফল্যের পর রিয়াল মাদ্রিদের এই দাবি ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকদের অনেকেই মনে করছেন, খেলোয়াড়দের সুস্থতা ও মৌসুমের প্রস্তুতির স্বার্থে রিয়ালের এই পদক্ষেপ যৌক্তিক। এখন দেখার বিষয়, লা লিগা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।
মন্তব্য করুন