স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ব তিমুরের বিপক্ষে সাগরিকাদের দাপুটে জয়

দুর্দান্ত পারফর্ম করেছেন আফিদারা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত পারফর্ম করেছেন আফিদারা। ছবি : সংগৃহীত

এফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ দলের দুর্দান্ত ফর্ম যেন থামছেই না। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর শুক্রবার (০৮ আগস্ট) গ্রুপের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। গোল উৎসবের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী, দুর্দান্ত অলিম্পিক গোল করেছেন শান্তি মারডি।

প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে সমান চারটি করে গোল করে বাংলাদেশ। ইনজুরি সময়ে প্রথম গোলটি করেন তৃষ্ণা, এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ ও ৮৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। শেষ গোলটি ছিল চোখ ধাঁধানো- সাগরিকার দারুণ এক অ্যাসিস্ট থেকে ফাঁকা পোস্টে ঠান্ডা মাথায় প্লেস করে গোল করেন তৃষ্ণা।

এর আগে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে একক প্রচেষ্টায় সাগরিকা নিজেই একটি দুর্দান্ত গোল করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশিং দেন তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

তবে ম্যাচের সেরা মুহূর্তটি এনে দেন শান্তি মারডি। প্রথমার্ধের ৩২ মিনিটে কর্নার থেকে তার নেওয়া কিক কোনো সতীর্থ বা প্রতিপক্ষের গায়ে না লেগেই সরাসরি জালে ঢুকে পড়ে। ফুটবল পরিভাষায় যাকে বলা হয় ‘অলিম্পিক গোল’- এমন এক গোল করে তাক লাগিয়ে দেন শান্তি।

মাত্র তিন মিনিট পর আবারও কর্নার থেকে গোল আসে। এবার শান্তির কর্নার কিক থেকে নবিরুন হেডে বল জালে জড়ান। প্রথমার্ধে বাংলাদেশের করা চারটি গোলের তিনটিই এসেছে কর্নার থেকে- একটি স্বপ্নার নেওয়া কর্নারে শিখার হেডে, বাকি দুটি শান্তির কিক থেকে।

দ্বিতীয়ার্ধে গোলগুলো আসে ফিল্ড প্লে থেকে, যেখানে আফিদাদের আক্রমণভাগ দেখায় ধারালো রূপ। শেষ মুহূর্তে মুনকি আক্তারের গোলে ৮-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়, সঙ্গে সঙ্গে বাজে রেফারির শেষ বাঁশি।

এই জয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, গোল ব্যবধান +১০। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ম্যাচটি জয় কিংবা ড্র করা কঠিন হলেও, গোল ব্যবধান ধরে রেখে সেরা রানার্সআপদের একজন হয়েই মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সাবিনা-কৃষ্ণাদের পথ অনুসরণ করে এবার ভবিষ্যতের তারকারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জানান দিচ্ছেন। সাফল্যের ধারাটা কতদূর এগোয়- তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত গরম চা বা কফির তাপমাত্রা কি ক্যানসার সৃষ্টিকারী? যা বলছে গবেষণা

পদ্মায় জেলের জালে উঠে এলো ২৫ কে‌জির পাঙাশ, বিক্রি কত?

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

রক্তদান করলে মাত্র ১০ মিনিটেই কি ৫০০ ক্যালোরি খরচ হয়, যা বলছেন চিকিৎসক

‘ইউল্যাব ফ্রেশার্স’ অরিয়েন্টেশনে শরীফুল ইসলামের বিশেষ উপস্থিতি

সহকর্মীর ছুরিকাঘাতে পোলট্রি ফিডের কর্মচারী নিহত

সিরাজ মিয়া মডেল স্কুলে গাছের চারা বিতরণ করল আমরা বিএনপি পরিবার

হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

বীরকন্যা প্রীতিলতার আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি

পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১০

মাস শেষে হাতে টাকা থাকছে না? এই ৫ কৌশল মেনে চলুন

১১

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৮ দিন

১২

সিজারের সময় রোগীর মূত্রথলি ও ভুঁড়ি কাটলেন চিকিৎসক

১৩

ইয়ামাল ব্যালন ডি’অর না জেতার কারণ জানালেন লা লিগা সভাপতি

১৪

ধর্ষণের শিকার নারীকে মারধর করে চুল কাটার অভিযোগ 

১৫

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

১৬

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা!

১৭

চার বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূসের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে : প্রেস সচিব

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

১৯

অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতি, ২ ভাইকে কুপিয়ে জখম

২০
X