ইউরোপের ক্লাব ফুটবলের সকল লিগের খেলা শেষ হলেও খেলোয়াড়দের কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ইউরো-২০২৪ বাছাইপর্ব খেলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেইন-এমবাপ্পেরা। রাতে ইউরো বাছাইপর্বের ভিন্ন ভিন্ন ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। ইংলিশরা দুর্বল মাল্টাকে ৪-০ এবং ফরাসিরা জিব্রাল্টারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।
স্বাগতিক মাল্টার বিপক্ষে ম্যাচের ৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লিভারপুলের ইংলিশ রাইটব্যাক আলেকজেন্ডার-আর্নল্ড। ৩১ মিনিটে পেনাল্টি পায় থ্রি-লায়ন্সরা। অধিনায়ক হ্যারি কেইনের সফল স্পট কিকে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।
বিরতি থেকে ফিরে মাল্টার রক্ষণে আক্রমণের ঝড় তোলে কেইন-সাকারা। ৮৩ মিনিটে আবারও পেনাল্টি পায় ইংল্যান্ড। সফল পেনাল্টিতে ইংল্যান্ডের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন নিউক্যাসেল স্ট্রাইকার কালাম উইলসন।
ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে জিব্রাল্টারের মুখোমুখি হয় ফ্রান্স। প্রথমার্ধেই অলিভার জিরুদ ও এমবাপ্পের গোলে ২-০ এগিয়ে যায় ফরাসিরা। ম্যাচের তৃতীয় মিনিটে কোমানের পাস থেকে ফ্রান্সকে এগিয়ে নেন জিরুদ। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুন করেন এমবাপ্পে। ম্যাচের ৭৮ মিনিটে জিব্রাল্টারের ডিফেন্ডার মৌলেহির আত্মঘাতী গোলে ৩-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
মন্তব্য করুন