ইন্টার মায়ামি ও মেসি ভক্তদের জন্য বড় সুখবর। মাংসপেশির চোট কাটিয়ে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি এবং শনিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচের স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।
শুক্রবার সকালে আয়োজিত প্রেস কনফারেন্সে ইন্টার মায়ামি কোচ বলেন, ‘লিও পুরোপুরি সুস্থ। বুধবার থেকে সে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করছে এবং আমরা বিশ্বাস করি সে আগামীকালের ম্যাচের স্কোয়াডে থাকবে।’
মেসি চোটের কারণে এর আগে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে মায়ামির ফলাফল ছিল ২ জয়, ১ ড্র ও ২ হার। ইস্টার্ন কনফারেন্সে দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে।
এদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলও ভিসা সমস্যার সমাধানের পর শুক্রবার স্কোয়াডে যোগ দিয়েছেন। ফলে মেসি, লুইস সুয়ারেস ও দে পল—তিনজনকেই এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে পাওয়া যাবে।
ইন্টার মায়ামি চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন মেসি, ফলে এই ম্যাচে তার ফেরাটা মাশ্চেরানোর দলের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন