লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য আর্জেন্টিনার সঙ্গে রয়েছেন। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ক্লাব ইন্টার মায়ামিকে। বিশ্বকাপজয়ী তারকা যোগ দেওয়ার পরে ক্লাবটি এখনো হারের মুখ দেখেনি। এবার মেসিকে ছাড়াই কাম্পানার জোড়া গোলে জয় পেল মায়ামি।
রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটি। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে মায়ামি। মায়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো কাম্পানা, একটি গোল করেন ফাকুন্দো ফারিয়াস। কানসাস সিটির হয়ে গোল দুটি করেন ড্যানিয়েল সাল্লোয়ি ও অ্যালন পুলিদো।
ঘরের মাঠে ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় গোল খেয়ে বসে মায়ামি। স্পোর্টিংকে লিড এনে দেন ড্যানিয়েল সাল্লোয়ি। তবে এ গোল শোধ করতে বেশি দেরি করেনি মায়ামি। ম্যাচের ২৫ মিনিটের সময় স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান লিওনার্দো কাম্পানা। বিরতির ঠিক আগে মায়ামিকে লিড এনে দেন কাম্পানা। বাম পাশ থেকে ইয়াদলিনের করা শট হেডে জালে জড়ান তিনি। এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
বিরতি থেকে ফিরে সার্জিও বুসকেটসের পাস থেকে মায়ামির লিড দ্বিগুণ করেন ফাকুন্দো। ৭৮ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে অ্যালান পুলিদো গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান। ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্পোর্টিং। সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় স্পোর্টিং। এতে করে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এ জয়ের ফলে এমএলএসে ২৬ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট দাঁড়াল ২৮ এ। প্লে অফে খেলতে হলে মেসিদের আসতে হবে টেবিলের ৯ নম্বরে। তার জন্য মায়ামির প্রয়োজন আরও ৬ পয়েন্ট।
মন্তব্য করুন