অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ২০১০ বিশ্বকাপজয়ী দলটি। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল তারা। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল স্পেন।
সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের প্রাপ্ত পয়েন্ট ১,৮৭৫.৩৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১,৮৭০.৯২ পয়েন্ট)। আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ১,৮৭০.৩২। লিওনেল স্কালোনির শিষ্যরা টানা দুই বছর ধরে শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে পারেনি।
২০২২ সালের ডিসেম্বর থেকে স্পেনের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। তখন র্যাঙ্কিংয়ে স্পেন ছিল দশম স্থানে। সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে এবার সরাসরি সবার ওপরে পৌঁছে গেছে লা রোহা। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলোও এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ
১১ বছর পর শীর্ষে ফেরা কি স্পেনের আরেক সোনালি যুগের ইঙ্গিত? নাকি সামান্য ব্যবধানে পেছনে থাকা ফ্রান্স–আর্জেন্টিনা আবারও টেনে নামাবে লা রোহাকে? সময়ই দেবে এর জবাব।
মন্তব্য করুন