শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফ্রিকার দেশ মরক্কো। ভয়াবহ এ ভূমিকম্পে প্রাণহানি ঘটেছে বহু মানুষের; আহতও হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। দেশটির এমন মানবিক বিপর্যয় বিশ্ববাসীর মনে দাগ কেটেছে। সহমর্মিতা জানানোর পাশাপাশি নানাভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। বাদ যাননি ক্রীড়া অঙ্গণের তারকারাও। মরক্কোর অসহায় মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসিসহ অনেক ফুটবলার। এর মধ্যেই খবর বেরোয় মরক্কোয় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেল খুলে দেওয়া হয়েছে ভূমিকম্পে আশ্রয়হীনদের জন্য। তবে পরবর্তীতে জানা গেছে খবরটি ভুয়া।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু বিলাসবহুল হোটেল আছে। মরক্কোয় ভূমিকম্পের পর একাধিক মিডিয়া আউটলেট জানিয়েছিল, রোনালদোর হোটেলগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হয়েছে। তবে হোটেল কর্তৃপক্ষ এ খবর অস্বীকার করেছে। গৃহহীনদের আশ্রয় নেওয়ার জন্য হোটেলের দরজা খোলার কোনও বিশ্বস্ত সংবাদ নেই।
মারাকেশ শহরের পুরোনো অংশে অবস্থিত ‘পেস্তানা সিআর সেভেন’ হোটেলটির মালিকানায় আছেন রোনালদো। মরক্কান নির্মাণশৈলীতে নির্মিত ১৭৪ কক্ষবিশিষ্ট হোটেলটি সাধারণত পর্যটকদের আস্তানা হলেও সেটিকে আশ্রয়কেন্দ্রের রূপ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে - এমন খবর দিয়েছিল মার্কা, এএসসহ বেশকিছু গণমাধ্যম। দ্রুতই এ খবর ভাইরাল হয়।
তবে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোনালদোর হোটেলে আশ্রয়ের ব্যবস্থা করার খবরটি সঠিক নয়। হোটেলের এক মুখপাত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, তথ্যটি মিথ্যা।
তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে একটি ভুল তথ্য। এই মুহূর্তেও আমাদের এখানে যেসব গ্রাহক অবস্থান করছেন তারা সবাই স্বাভাবিক প্রক্রিয়াতেই হোটেলে উঠেছেন।’
গত ৮ সেপ্টেম্বর মরক্কোর মারাকেশ শহরে ভূমিকম্প ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাতে মরক্কোর চতুর্থ বৃহত্তম শহরটির পুরোনো অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ এলাকাটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ।
মন্তব্য করুন