প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসুর রহমান জিকো ও স্ট্রাইকার শেখ মোরসালিন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেন বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলের দুই সতীর্থ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোরসালিনকে সঙ্গে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেন গোলকিপার জিকো। ছবিতে দেখা যায় ঢাবির অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে ফাইল হাতে দাঁড়িয়ে আছেন জিকো-মোরসালিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে ভর্তির জন্য ভাইভা দিয়েছেন তা এখনো জানা যায়নি। এখনো দুই ধাপ পার করতে হবে জিকো-মোরসালিনকে। ঢাবির সিনেট মিটিং থেকে মনোনয়ন পেলেই নির্ধারিত বিভাগে ভর্তির সুযোগ পাবেন তারা। তবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন জাতীয় দলের এই দুই তারকা।
চলতি বছর খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এ ছাড়া গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল বা বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩, ২০, ১৯, ১৭ কিংবা ১৬ দলের সদস্য হতে হবে। পাশাপাশি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র্যাংকিং অনুযায়ী ১ থেকে ৫-এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
মন্তব্য করুন